নিজস্ব অ্যাপ চালু করলো নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব

ওয়েব অ্যাপ উদ্বোধন কবি নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের
ওয়েব অ্যাপ উদ্বোধন কবি নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের  © টিডিসি

প্রথমবারের মতো আধুনিক ওয়েব অ্যাপ চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন বিজনেস ক্লাব। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে কেক কাটার মধ্য দিয়ে অ্যাপটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

ক্লাবটি জানায়, অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সেমিস্টার ফি প্রদান, ই-বুক ডাউনলোড, বাস ও নামাজের সময়সূচি, ক্যাম্পাসের বিভিন্ন তথ্য, ইমার্জেন্সি নম্বরসমূহ এবং ক্লাব আপডেট পাবে।

বিজনেস ক্লাবের উপদেষ্টা এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান বলেন, প্রযুক্তির কল্যাণে এখন সবার হাতে হাতে স্মার্ট ফোন। চাকরির বাজারে টিকে থাকতে এখন এক্সেল, মাইক্রোসফটসহ বিভিন্ন সফট স্কিল থাকা খুবই জরুরি। এগুলোতে জোর দিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে, নাহলে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে বিজনেস ক্লাব। ক্লাবের বিভিন্ন ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করছে।

আরও পড়ুন: এবার কুয়েট ভিসির পদত্যাগ দাবি শিক্ষক সমিতির

বিজনেস ক্লাবের সভাপতি নুর ইব্রাহিম আহমেদ বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব একটি নতুন ও উদ্যমী ক্লাব, যা শিক্ষার্থীদের ভাবনা বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্লাবের সদস্যদের স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কার্যক্রম আমরা পরিচালনা করছি। এর সাথে আমাদের নতুন সংযোজন প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সেমিস্টার ফি প্রদান, ই-বুক ডাউনলোড করা, ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। আশা করছি অ্যাপটি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সহজ ও ফলপ্রসূ করবে।


সর্বশেষ সংবাদ