জাবির ভর্তি পরীক্ষায় ক’টি প্রশ্নের উত্তর দিলেন সেই বেলায়েত?

জাবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বেলায়েত শেখ
জাবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বেলায়েত শেখ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। আজ রবিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেন তিনি। এ পরীক্ষায় তিনি পাস করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

বেলায়েত বলেন, তিনি ৮০টির মধ্যে ৫৩টি প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে দু’একটি ভুল হতে পারে। এ ছাড়া জাবিতে সাংবাদিকতা বিভাগে ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য মাত্র চারটি সিট। সে কারণে চান্স পাবেন কিনা নিশ্চিত না। কারণ এখানে প্রতিদ্বন্দীতা অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ভুল করেছিলেন বলেও জানান তিনি।

আজ রবিবার (৩১ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিনও ৫ শিফটে পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৬ শিফটে। এর মধ্যে মঙ্গলবার (২ আগস্ট) পাঁচ শিফট এবং ৩ আগস্ট এক শিফটে পরীক্ষা হবে।

আরো পড়ুন: রাবির বি ইউনিটের ফল কবে?

৩ আগস্ট পাঁচ শিফটে ‘ডি ইউনিটের এবং ৪ আগস্ট তিন শিফটে একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।

এর আগে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যাওয়ার সময়ে সড়ক দুর্ঘটনায় বেলায়েত শেখ (৫৫) আহত হয়েছেন। শনিবার বাসের ধাক্কায় মেরুদণ্ডের নিম্নের হাড়ে ব্যথা পেয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর জাবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিলেন তিনি।

 


সর্বশেষ সংবাদ