রাবির বি ইউনিটের ফল কবে?

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। ৮ আগস্টের আগেই ফল প্রকাশ করা হবে।

শনিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা বলেন রাবির বি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ফরিদুল ইসলাম।

তিনি বলেন, আমরা তাড়াতাড়ি ফল প্রকাশ করতে চাই। তবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো ভুল না হয় সেটিও দেখতে হবে। আমরা সম্পূর্ণ নির্ভুলভাবে পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। সেজন্য কিছুটা সময় লাগলেও আমাদের সমস্যা নেই। ৮ আগস্টের পূর্বেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে সি ইউনিটের ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে এই ইউনিটের সমন্বয়ক অধ্যাপক শাহেদ জামান। 

তিনি বলেন, আমাদের ইউনিটের ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ। কাল ফল প্রকাশ করা হতে পারে। তবে কাল সম্ভব না হলে এতি ২ অথবা ৩ আগস্ট প্রকাশ করা হবে।

আগামী ৪ আগস্টের মধ্যে এ ইউনিটের ফল প্রকাশ করা হবে জানিয়ে এই ইউনিটের সমন্বয়ক অধ্যপক ইলিয়াস হোসেন বলেন, আমাদের ইউনিটের ফল তৈরির প্রথম ধাপের কাজ শেষ। ৪ আগস্টের মধ্যে ফল প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ