রাবির সি ইউনিটের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ফল আগামীকাল সোমবার (১ আগস্ট) প্রকাশ করা হতে পারে। ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জানা গেছে, সি ইউনিটের ফল তৈরির কাজ শেষে তা পুনরায় দেখা হবে। ফল তৈরিতে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। এজন্য একবার দেখার পর আবার সেটি রিচেক করা হবে। এই কাজ আজ রবিবারের মধ্যে শেষ হলে আগামীকাল সোমবার ফল প্রকাশ করা হবে। তবে যদি রিচেকের কাজ শেষ না হয় তাহলে মঙ্গলবার (২ আগস্ট) অথবা বুধবার (৩ আগস্ট) ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক শাহেদ জামান বলেন, আমরা নির্ভুলভাবে ফল তৈরির কাজ করছি। আশা করছি খুব দ্রুত ফল প্রকাশ করতে পারবো।

সোমবার ফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করবো আগামীকাল ফল প্রকাশের জন্য। তবে আমরা তাড়াহুড়ো করতে চাই না। কাল সম্ভব না হলে ২/৩ আগস্ট ফল প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ