রাবির ‘এ’ ইউনিটের ফল সোমবারের মধ্যে
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১২:৩৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২২, ১২:৩৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামী সোমবারের (৪ আগস্ট) মধ্যে প্রকাশ করা হবে। ফল তৈরির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন।
তিনি বলেন, ‘এ’ ইউনিটের ফল তৈরির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। তবে নির্ভুল ফলাফল প্রকাশের স্বার্থে সেটি আরও যাচাই-বাছাই চলছে। একটু সময় নিয়ে হলেও আমরা নির্ভুলভাবে ফল প্রকাশ করতে চাই। তবে আশা করা যায়, ৪ আগস্টের মধ্যে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে।
আরও পড়ুন: গুচ্ছের ‘ক’ ইউনিটের পরীক্ষা শুরু
এর আগে গত ২৬ জুলাই রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট আসন দুই হাজার ১৯টি। এবার ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৬৭ হাজার ২৩৭ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩২ শিক্ষার্থী।
ইউনিটটিতে ৬০ শতাংশ আসন এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পাস করে আসাদের জন্য নির্ধারিত। বাকি ৪০ শতাংশ আসন এইচএসসিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে।