ঢাবি আইন বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সাজিয়া ফারহানা প্রাপ্তি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানায়, সাজিয়া ফারহানা প্রাপ্তি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি ভারতে চিকিৎসা নেন এবং সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে পুনরায় দেশে ফিরে নিয়মিত ক্লাসেও অংশ নিচ্ছিলেন।
মরহুমের নামাজে জানাজা বাদ মাগরিব নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।