হাদিকে গুলি করা একজন শনাক্ত: ডিএমপি কমিশনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ PM
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেছেন, ‘আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিছি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো ২৪ ঘন্টা পার হয় নাই হোপফুলি আমরা এটা হিট করতে পারব ইনশাল্লাহ।’
কতজন এই চক্রের সাথে আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা টার্গেটকে খুঁজছি।’
আসামির নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। জনগণের সহযোগিতা চেয়েছি।
আরও পড়ুন: প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছি: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার বলেন, ‘ওসমান হাদির উপর গুলির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে কাজ চলছে। তদন্তের স্বার্থে এখনই শনাক্তকারীর নাম বলছি না।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা প্রেস রিলিজ দিছি আমরা তাকে খুঁজতেছি জনগণের সহযোগিতা চাইছি হোপফুলি আমরা এইটা করে ফেলাব ইনশাল্লাহ। এ ঘটনায় কতজন ছিল আসলে এটার ইনডিটেল আমরা পাইনি। দিস ইজ আন্ডার ইনভেস্টিগেশন এর বেশি বলা সম্ভব না। অন্য প্রার্থীরা যারা নিরাপত্তাহীন তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।
এছাড়া ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।