‘রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলেই এমন সন্ত্রাসী ঘটনা মোকাবিলা সম্ভব’

১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ PM
সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেশ এবং দেশের বাইরে সক্রিয়। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের মধ্যে যদি বিভেদ না থাকে। তাহলে আমরা এ ধরনের সন্ত্রাসী ঘটনা মোকাবিলা করতে পারব। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানিয়েছি। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, একটা ঘটনা মনে করিয়ে দিই, গত ৫ নভেম্বর বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী এরশাদ উল্লাহ'র (চট্টগ্রাম-৮ আসন)  ওপর প্রাণবিনাসী হামলা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো কঠোর পদক্ষেপ নেইনি। যদি তার ওপর হামলাকারীদের তদন্তে সাপেক্ষে গ্রেপ্তার করা যেত তাহলে এ ধরনের ঘটনা হয়তো ঘটতো না। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ইনকিলাব মঞ্চের একটি সভা আজকে চলছে। তারা আগামীকাল ও পরশু শাহবাগে অথবা শহীদ মিনারে একটি প্রতিরোধ সভা আহবান করতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন, সেখানে যেন সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আমরা আসলে ফ্যাসিবাদ বিরোধী, সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে চাই। এটিই হবে আমাদের শক্তি। এর মাধ্যমেই আমরা এ ধরনের ঘটনা রুখতে পারব।

অন্য প্রার্থীর ওপর হামলার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সরকার, জনগণ, রাজনৈতিক দলগুলো মিলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এ ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারব, অন্তত সজাগ থাকতে পারব।  

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এই বিষয়টি আজকে এখানে আলোচনা হয়নি। তবে এই বিষয়টি আমাদের জন্য অগ্রাধিকার। আমরা দলীয়ভাবে চেষ্টা করব এবং সরকারকেও আহবান জানাব যেন তার নিরাপত্তা নিশ্চিত করা হয়।  

এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9