বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে হাদি ভাই ভোকাল ছিল : জুমা

শাহবাগে বিক্ষুদ্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিচ্ছেন ফাতিমা তাসনিম জুমা
শাহবাগে বিক্ষুদ্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিচ্ছেন ফাতিমা তাসনিম জুমা  © ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে শরিফ ওসমান হাদি ভাই ভোকাল ছিল বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। আজ আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুদ্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ সমাবেশে এ কথা বলেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে সমাবেশের করে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করবেন আল্লাহ যাতে উসমান হাদিকে ফেরত দেন। স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যেন তাকে ফেরত দেন। 

উপস্থিত সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, গত এক বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা কালচারালজমকে এড্রেস করতে পারেননি। এই কাজটা আপনারা করতে পারেননি  কিন্তু হাদি ভাই করেছেন। সে কারণেই তাকে এভাবে প্রতিদান দিতে হয়েছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে।’

আরও পড়ুন : বুদ্ধিজীবী কিংবা টকশোজীবী— কোনো ফর্মেই ভারতীয়  আধিপত্য বাংলাদেশে ঢুকতে পারবে না

তিনি বলেন, ‘আপনারা মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে ন্যারেটিভ উৎপাদন করছেন সেটার পক্ষে যান। সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিছুই ভুলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে হাহাকার হচ্ছে আপনারা এখনো দেখেননি।

আমার ভাই ফেরত আসবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে। এই মিডিয়াতে যারা বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে আমার ভাইকে হত্যাযুক্ত করার চেষ্টা করেছে। আমার ভাইয়ের জীবন-মৃত্যু সঙ্গে যারা বারবার উল্লাস করেছে। যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি।’

তিনি আরও বলেন, আপনারা যে যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদেরই যে মানুষগুলো রয়েছে, তারা এখনো দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে টিকায় রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে। তাদের প্লিজ আপনারা বিসর্জন দেবেন না। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি। 

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম, সেটা প্লিজ আপনারা বিসর্জন দেবেন না, সেটা বিক্রি করে দেবেন না। বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি ভোকাল ছিল।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence