জামায়াতে যোগদানের নেপথ্যে তারেক রহমানের বক্তব্যের বিরোধিতা, কী বলেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের বিরোধীতায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত দলটির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি দলটির সহযোগী সদস্য হিসেবে দলীয় ফরম পূরণ করে যোগ দেন।
জামায়াতে যোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি জামায়াতে যোগ দিয়েছি তবে জাতীয় নির্বাচনে অংশ নেব না। তারেক রহমান বলেছেন, জামায়াত লক্ষ লক্ষ লোক মেরেছে। তার এই বক্তব্যের জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী। তাদের পাশে থাকা দরকার মনে করে যোগ দিয়েছি।’
তারেক রহমান যা বলেছিলেন
এর আগে ৭ ডিসেম্বর এক বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে ইদানীং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদেরকে তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তাদের নতুন করে আর দেখার কিছুই নেই।’
ওই বক্তৃতায় তারেক রহমান আরও বলেন, ‘৭১-এ কোনো কোনো গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। শুধু মানুষ হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে।’
প্রসঙ্গত, মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে আজও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
জানা গেছে, আখতারুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। তবে দলে না থাকলেও নানা সময় সমসাময়িক ইস্যু নিয়ে টক শো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন তিনি।