রাবি উপাচার্যের সাথে ইউরোপীয় টিমের সৌজন্যে সাক্ষাৎ

৩০ জুলাই ২০২২, ০৮:৩০ PM
রাবি উপাচার্যের সাথে ইউরোপীয় টিমের সৌজন্যে সাক্ষাৎ

রাবি উপাচার্যের সাথে ইউরোপীয় টিমের সৌজন্যে সাক্ষাৎ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এর সাথে ইউরোপীয় ইউনিয়নসহ জামার্নীর ফ্রেডরিক নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডম ও ডিনেট এর ১৩ সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৩০ জুলাই) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনস্থ উপাচার্যের কনফারেন্স রুমে  সাক্ষাতে মিলিত হন তারা।

এ সময় ডিনেট এর নির্বাহী পরিচালক তাদের কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। তিনি রাবির সাথে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবেশ, ডিজিটাল সিটিজেনশিপ ইত্যাদি বিষয়ে গবেষণায় আগ্রহ প্রকাশ করেন। বিভিন্ন বিষয়ে গবেষণায় রাবি শিক্ষকদের লীড রিসার্চার হিসেবে নিযুক্তির বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। 

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে তার প্রতিষ্ঠানে স্বল্প সময়ের জন্য নিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে প্রতিবছর অন্তত দুইজন পিএইচডি গবেষককে বৃত্তি দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরাসমাস মুন্ডাস বৃত্তির বিষয়ে আগামী সেপ্টেম্বর মাসে রাবিতে একটি রোড শো করবে বলে আলোচনাকালে জানানো হয়।

আরও পড়ুন: ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘অবাধ বিচরণে’ শাবি উপাচার্য লজ্জিত

ফ্রেডরিক নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডম রাবির কারিকুলাম উন্নয়ন বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় উপাচার্য গবেষণাসহ এ ধরনের সকল উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি  এসকল বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রেডরিক  নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডম এর পক্ষ থেকে উপাচার্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অ্যারিস থমাস, জার্মানির ফ্রেডরিক নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডমের পক্ষে উলফগ্যাং হেইঞ্জ, ডিনেট এর নির্বাহী পরিচালক ও সদস্য সচিব শাহাদাত হোসেন ও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের অডিট টাস্ক ম্যানেজার তাইফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: রাবি
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9