রাবি কর্মকর্তাকে থানায় নিয়ে যায় পুলিশ © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামিপন্থী এক ডেপুটি রেজিস্ট্রার ও সেকশন অফিসারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় অফিস থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর বাজার থেকে রাজশাহী মহানগরীর ৩০ নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে মতিহার থানা পুলিশ গ্রফতার করে। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে গতকাল রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শেরে বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশকে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড়ে একটি দলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এজহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আহসান হাবীব এবং হানিফ মোহাম্মদ পলাশকে গ্রফতার করা হয়েছে। পলাশকে কোর্টে চালান দেওয়া হয়েছে। হানিফের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে বোয়ালিয়া থানাতে হস্তান্তর করা হবে।