সভাপতি অনিক ও সাধারণ সম্পাদক রওনক © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো: মাহফুজ আলম অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রওনক মাহমুদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় আয়োজিত এক সভায় সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাহফুজ আলম অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত এবং কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রওনক মাহমুদ পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করেন।
কমিটি ঘোষণার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সভাপতি মাহফুজ আলম অনিক বলেন, জয়পুরহাট জেলা থেকে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে যাব। বিশেষ করে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান ও একাডেমিক সহযোগিতায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক রওনক মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাটের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। সংগঠনকে আরও গতিশীল করতে শিক্ষামূলক ও সামাজিক নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়পুরহাট জেলার সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শুভানুধ্যায়ীরা। আগামী কয়েক দিনের মধ্যেই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।