ঢাবি শিক্ষক রুশাদ ফরিদী © সংগৃহীত
দেশের প্রথম সারির ৪ বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদেও (জকসু) বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এটিকে অন্য ছাত্র সংসদগুলোর চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রুশাদ ফরিদী লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে অনেক বেশী তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।’
তিনি লিখেছেন, ‘এই নির্বাচন হওয়ার আগে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেখার সুযোগ পেয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিবির নেতাদের আচরণ। তারা দেখেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাদের হুমকি ধামকি, আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা। শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগ করানো, ধাওয়া দেয়া, বেঁধে রাখার হুমকি, বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক প্রশাসনিক পদ্ধতি উপেক্ষা করে ক্ষমতার জোরে দাবী হাসিল করা এইসবই তারা দেখেছে।
তারা এও দেখেছে ওসমান হাদীর মৃত্যুকে পুঁজি করে পত্রিকা অফিস, সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরী করার চেষ্টা। এর জন্য ছাত্র শিবির দায়ী ছিল আমি তা বলছি না, কিন্তু তাঁদের প্রচ্ছন্ন সায় ছিলো না তার কোন আলামত আমরা দেখি নাই। প্রত্যক্ষভাবে তাদের কোন কোন নেতাকে সরাসরি অকুস্থলে দেখা গেছে বলে মিডিয়ায় খবর এসেছে।’
তারপরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিদ্যাপীঠে সেই শিবিরকেই বেছে নিয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ছাত্র রাজনীতি কিভাবে এইরকম দেউলিয়া হয়ে গেলো তার দায় ছাত্রদল এবং অন্যান্য ছাত্রসংগঠনরা কতটুকু নিবে? আমরা শিক্ষকরাও কতটুকু নিব তাও কিন্তু প্রশ্ন ওঠে। স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের কি পড়াই আর তারা কি শেখে?’