ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে উপাচার্যের শোক

অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম ও ঢাবির লোগো
অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম ও ঢাবির লোগো  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে প্রবীন এই অধ্যাপকের প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: একটি ইসলামী দলের সঙ্গে সমঝোতা, যে চার আসনে প্রার্থী দিচ্ছে না বিএনপি

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বরাতে জানা গেছে, অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের প্রথম নামাজে জানাজা আজ মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরার ১০ নম্বর সেক্টরের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা আজ বাদ আসর ময়মনসিংহের মুক্তাগাছায় তার এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মৃত্যুকালে অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!