ঢাবি অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন একই বিভাগের অধ্যাপক ও ডাকসু নির্বাচন-২০২৫ এর সাবেক চিফ রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, শোক সংবাদ। গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর এ কে এম নজরুল ইসলাম আজ ভোরে নগরের এভারকেয়ার হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।