আমরা চাইনি ডাকসু নির্বাচনে বিতর্ক হোক : তারেক রহমান

তারেক রহমান ও ডাকসু ভবন
তারেক রহমান ও ডাকসু ভবন  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডাকসু নির্বাচনের অগ্রযাত্রা শুরু হলো, কিন্তু আমরা চাইছিলাম না যে কোন বিতর্কের মধ্যে এগুলা পড়ুক। আমরা আশা করব যে পরবর্তীতে যেগুলো হবে সেগুলো বিতর্কবিহীন হবে। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আমি মনে করি ডাকসু নির্বাচন গণতান্ত্রিক যাত্রার একটি ভালো উদ্যোগ। এটি ভালো সূচনা। এটি গেল এক নম্বর।

দ্বিতীয় বিষয়টি হচ্ছে যারা জয়ী হয়েছেন বা এরকম আরও ভবিষ্যতে যারা জয়ী হবেন, তাদের প্রতি শুভেচ্ছা এবং যারা ভবিষ্যতে জয়ী হবেন তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইলো।

আরও পড়ুন: নির্বাচনের সময় দেশের জনগণের সঙ্গেই থাকব, বিবিসিকে তারেক রহমান

তৃতীয় বিষয়টি হচ্ছে- দেখুন একটা অগ্রযাত্রা শুরু হলো, কিন্তু আমরা চাইছিলাম না যে কোন বিতর্কের মধ্যে এগুলা পড়ুক। আমরা আশা করব যে পরবর্তীতে যেগুলো হবে সেগুলো বিতর্কবিহীন হবে নির্বাচনগুলো।

ডাকসু নির্বাচনের ফলাফল কী জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে? আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার কি মনে হয়- এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আমি যেটা দেখলাম, বিভিন্ন মিডিয়াতে কিছু ব্যক্তি যেমন-মান্না ভাই, ওনাকে; উনি তো বোধহয় দু’বার ভিপি ছিলেন। আমার থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ।

আমরা যদি উনার বক্তব্য শুনে থাকি বা ধরে থাকি- তাহলে তো আমি মনে করি না কোনো কারণ আছে। ছাত্ররাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!