গুগল ও জিমেইলের লোগো © সংগৃহীত
নতুন বছরে গুগল জিমেইল ব্যবহারকারীদের জন্য এমন এক সুবিধার ঘোষণা দিয়েছে, যা এর আগে কখনও দেখা যায়নি। এতদিন ধরে যারা একই ইমেইল ঠিকানা ব্যবহার করে আসছেন, তারা চাইলে এবার সেই পুরোনো জিমেইল আইডির নাম বদলানোর সুযোগ পাবেন—তাও নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই।
গুগলের এই নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের গুগল অ্যাকাউন্টে লগইন করে ইমেইল ঠিকানার ‘@gmail.com’ অংশ অপরিবর্তিত রেখে তার আগের নামটি পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, নাম বদলালেও পুরোনো ও নতুন—দুই ঠিকানায় পাঠানো ইমেইলই একই ইনবক্সে পৌঁছাবে। ফলে ফোন নম্বর বদলের মতো করে সবাইকে নতুন ইমেইল জানানোর প্রয়োজন হবে না। এমনকি বিভিন্ন অফিসিয়াল বা গুরুত্বপূর্ণ সেবায় আগে দেওয়া ইমেইল ঠিকানাও আগের মতোই কার্যকর থাকবে।
আরও পড়ুন: বুদ্ধিতে মিয়ানমারের চেয়েও ১০১ ধাপ পিছিয়ে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় কোন দেশ কত তম?
উদাহরণ হিসেবে বলা যায়, আগে যদি কারও ইমেইল ঠিকানা হয় oldname@gmail.com, তাহলে নাম পরিবর্তনের পর তা হতে পারে newname@gmail.com। এতদিন জিমেইলে এমন পরিবর্তনের সুযোগ ছিল না; প্রয়োজনে ব্যবহারকারীদের আলাদা নতুন ইমেইল অ্যাকাউন্ট খুলতে হতো।
তবে এই সুবিধা ব্যবহার করতে কিছু সীমাবদ্ধতাও থাকছে। গুগলের নিয়ম অনুযায়ী, বছরে সর্বোচ্চ একবার এবং পুরো ব্যবহারের মেয়াদে তিনবারের বেশি ইমেইল আইডির নাম পরিবর্তন করা যাবে না। ফলে যাদের সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ঘন ঘন ইউজারনেম বদলানোর অভ্যাস আছে, তাদের জন্য এই ফিচার ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন।
সব মিলিয়ে, দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় ও যুগান্তকারী পরিবর্তন, যা ইমেইল ব্যবহারে বাড়তি নমনীয়তা এনে দেবে।