জিমেইলের স্টোরেজ ফুল? সমাধান মিলবে কিছু সহজ উপায়ে

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ PM
জিমেইলের স্টোরেজ ফুল

জিমেইলের স্টোরেজ ফুল © সংগৃহীত

অনেক সময় দেখা যায় জিমেইলের স্টোরেজ হঠাৎ পূর্ণ হয়ে গেছে। এতে নতুন ইমেইল পাঠানো বা গ্রহণ করা যায় না। তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে দ্রুতই স্টোরেজ খালি করা সম্ভব। 

জিমেইলের স্টোরেজ খালি করার কার্যকর উপায়

১. বড় অ্যাটাচমেন্ট যুক্ত ইমেইল ডিলিট করুন: জিমেইলের সার্চ বারে larger:10M লিখে সার্চ করলে ১০ মেগাবাইটের বেশি সাইজের ইমেইলগুলো দেখাবে। সেগুলো রিভিউ করে ডিলিট করলে দ্রুত স্টোরেজ ফাঁকা হবে।

২. স্প্যাম ও পুরোনো ইমেইল মুছে ফেলুন: অবাঞ্ছিত প্রমোশনাল বা স্প্যাম ইমেইল ডিলিট করুন। অনেক পুরোনো ইমেইল গুরুত্বপূর্ণ নাও হতে পারে, তাই সেগুলো মুছে ফেলতে পারেন।

৩. ট্র্যাশ ফোল্ডার খালি করুন: ডিলিট করা ইমেইল ট্র্যাশ ফোল্ডারে জমা থাকে। তাই ট্র্যাশ ফোল্ডারের সব ইমেইল স্থায়ীভাবে ডিলিট করুন।

৪. Google One স্টোরেজ ম্যানেজমেন্ট টুল ব্যবহার করুন: এই টুলের মাধ্যমে সহজেই বড় ফাইল বা অবাঞ্ছিত ইমেইল চিহ্নিত করে মুছে ফেলা যায়।

৫. Google Drive ও Google Photos চেক করুন: অনেক সময় জিমেইলের পাশাপাশি গুগল ড্রাইভ ও গুগল ফটোস-এ ফাইল বা ছবি জমে স্টোরেজ পূর্ণ হয়ে যায়। প্রয়োজনহীন ফাইল ও ছবি ডিলিট করুন।

৬. ‘Unsubscribe’ অপশন ব্যবহার করুন: অপ্রয়োজনীয় নিউজলেটার বা প্রমোশনাল মেইলগুলো এড়াতে আনসাবস্ক্রাইব (Unsubscribe) করুন। এতে ভবিষ্যতে অযথা ইমেইল এসে স্টোরেজ ভরবে না।

৭. ফিল্টার তৈরি করুন: জিমেইলের ফিল্টার ব্যবহার করে নির্দিষ্ট ধরনের বড় ফাইলযুক্ত বা পুরোনো ইমেইল আলাদা করে ডিলিট করা যায়।

৮. হোয়াটস অ্যাপের ফাইল ডিলেট করুন
আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপের ফাইলগুলো জিমেইলে বেকাপ দিয়ে রাখি। বড় কোনও ফাইল যদি হোয়াটসঅ্যাপে থাকে তাহলে জিমেইলের স্টোরেজ ফুল হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ঢুকে স্টোরেজ অপশন থেকে চ্যাট ক্লিয়ার করে নিলেই জিমেইল ফাঁকা করা যাবে।

৯. ডাউনলোড করে সংরক্ষণ করুন
যেসব ইমেইলে দরকারি ফাইল রয়েছে, সেগুলো কম্পিউটার বা হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখুন এবং জিমেইল থেকে মুছে ফেলুন।

জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ 
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিয়ন্ড দ্য মেট্রিক্স ২০২৬: আইইউটিতে ভবিষ্যৎ লিডার তৈরির এক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
  • ২৫ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশকনিধন কর্মসূচি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ জানুয়ারি ২০২৬