টিকটক যোগ হলো নতুন ফিচার, সুরক্ষিত হবে ব্যবহারকারীদের নিরাপত্তা

০৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ PM
টিকটকে ফিচারের নতুন আপডেট

টিকটকে ফিচারের নতুন আপডেট © সৌজন্যে প্রাপ্ত

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি কয়েকটি ফিচারের নতুন আপডেট নিয়ে এসেছে। নতুন ফিচারগুলোর মাধ্যমে বাংলাদেশে টিকটক ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি হয়ে উঠবে আরও নিরাপদ। কিশোর-কিশোরীদের সুরক্ষা, পরিবারের জন্য সঠিক নির্দেশনা, এবং ক্রিয়েটরদের সাহায্য করার লক্ষ্যে টিকটক এবারের টুলগুলো চালু করেছে।

কিশোর-কিশোরী ও পরিবারের অনলাইন নিরাপত্তা
তরুণ ব্যবহারকারীদের বয়স-উপযুক্ত অভিজ্ঞতা দিতে টিকটক সুনির্দিষ্টভাবে বয়স যাচাই করে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বিরত রাখতে এবং কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পঞ্চাশটিরও বেশি সুরক্ষা ব্যবস্থা এনেছে টিকটক। ডিফল্ট স্ক্রিন টাইম লিমিট এবং সরাসরি মেসেজ পাঠানো সীমিত করা এর মধ্যে অন্যতম।

টিকটকে সন্তানদের কার্যকলাপ সম্পর্কে অভিভাবকদের জানাতে টিকটকের ফ্যামিলি পেয়ারিং ফিচারটি আপডেট করা হয়েছে। কিশোর-কিশোরীরা কোন কনটেন্ট শেয়ার করলে অভিভাবকরা এখন  স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাবেন। তারা সন্তানদের প্রাইভেসি সেটিংসও দেখতে পারবেন, যেমন  ১৬-১৭ বছর বয়সী ইউজারদের জন্য ডাউনলোড সুবিধা সক্রিয় আছে কি না সেটি জানতে পারবে। আবার ম্যানেজ টপিক্স ফিচারের মাধ্যমে ফিডে কোন বিষয়গুলো বেশি দেখা যাবে সেটিও নির্ধারণ করে দিতে পারবেন অভিভাবকরা। এছাড়া, খুব দ্রুত এমন একটি টুল চালু হতে যাচ্ছে যার মাধ্যমে অভিভাবকরা নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট আগে থেকেই ব্লক করতে পারবে। 

ডিজিটাল সুস্থতা ও সচেতনতা
প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য ঠিক রাখতে ব্যবহারকারীদের জন্য কয়েকটি টুলস চালু করা হয়েছে। যেমন- টিকটক প্ল্যাটফর্মটি সচেতনভাবে ব্যবহার করতে নতুন ফিচার ‘ওয়েল-বিয়িং মিশনস’ সাহায্য করবে। ইন্টারঅ্যাকটিভ চ্যালেঞ্জ সম্পন্ন করার মাধ্যমে সুস্থ ডিজিটাল অভ্যাস গড়তে ফিচারটি উৎসাহিত করবে।

এছাড়া, টিকটক একটি ‘ডিজিটাল ওয়েল-বিয়িং হাব’ তৈরি করছে, যেখানে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট এবং স্লিপ আওয়ার্সের মতো সহায়ক টুলসগুলো একসাথে থাকবে। এ ফিচারগুলোর মাধ্যমে ডিজিটাল স্পেস ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা যাবে, এবং নিজের সুস্থতা বজায় রেখে টিকটকে যুক্ত থাকা যাবে।

ক্রিয়েটরদের জন্য সুরক্ষা ও টুলস
ক্রিয়েটরদের জন্য টিকটকে কিছু বিশেষ এবং নতুন ফিচার চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ক্রিয়েটর কেয়ার মোড’ যেটি এক ক্লিকেই  কমেন্ট ফিল্টার করে দিবে। কমিউনিটি গাইডলাইনস ভালোভাবে মেনে চলতে রয়েছে ‘কনটেন্ট চেক লাইট’ ফিচার। এ ফিচারটির মাধ্যমে পোস্ট করার আগে ভিডিও যাচাই করা যাবে এবং এটি শুধুমাত্র ওয়েবের মাধ্যমে ব্যবহারযোগ্য। এছাড়া, সহজে ও দ্রুত উত্তর দেয়ার সুবিধার জন্য রয়েছে ‘ক্রিয়েটর ইনবক্স’ ফিচার। এতে ক্রিয়েটরদের অনলাইন কমিউনিটিও আরও দৃঢ়ভাবে গড়ে উঠবে।

ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে টিকটক এর ফিচারগুলো আপডেট করেছে। টিকটক প্ল্যাটফর্মটি একইসাথে সৃজনশীল এবং নিরাপদ রাখার লক্ষ্যেই টিকটকের এ উদ্যোগ।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9