নতুন ফিচার যুক্ত করলো চ্যাটজিপিটি, যে সুবিধা রয়েছে এতে

চ্যাটজিপিটিতে নতুন ফিচার যুক্ত হল
চ্যাটজিপিটিতে নতুন ফিচার যুক্ত হল  © টিডিসি সম্পাদিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির ফলে বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের কাছে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছে চ্যাটজিপিটি। ওপেনএআই নির্মিত এই অত্যাধুনিক এআই চ্যাটবট ইতিমধ্যেই লাখো ব্যবহারকারীর কাজের ধরণ বদলে দিয়েছে। প্রশ্নের উত্তর দেওয়া, সৃজনশীল লেখা তৈরি, অনুবাদ, প্রোগ্রামিং কোড লেখা, আইডিয়া জেনারেশন কিংবা ব্যক্তিগত সহকারী হিসেবে নানা কাজে এটি অসাধারণ দক্ষতা দেখিয়েছে।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতা, মানসিক স্বাস্থ্যের ঝুঁকি এবং চাকরি হারানোর উদ্বেগের মধ্যেই এআই গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই উন্মোচন করল তাদের বহুল প্রত্যাশিত নতুন এআই মডেল জিপিটি-৫। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়া এই আপগ্রেড ভার্সনকে প্রতিষ্ঠানটি বলছে এখন পর্যন্ত চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত, গতিশীল ও সক্ষম সংস্করণ।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫ ব্যবহার করা যাবে ফ্রি এবং পেইড উভয় পদ্ধতিতে। উন্নত এই মডেল লেখালেখি, কোডিং থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নেরও দ্রুত ও নির্ভুল উত্তর দিতে পারবে। পাশাপাশি, পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় নতুন এই মডেলটি হ্যালুসিনেশন অর্থাৎ অহেতুক বা ভুল তথ্য তৈরি এর প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমাবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে এটি ব্যবহারকারীকে ভুল পথে পরিচালিত না করে সরাসরি তা জানিয়ে দেবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি, জেনে নিন নিয়ম

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উন্নয়ন শুধু ব্যবহারকারীর অভিজ্ঞতাকেই আরও কার্যকর ও নিরাপদ করবে না, বরং এআই-ভিত্তিক গবেষণা ও সৃজনশীল কাজের নির্ভরযোগ্যতাও বাড়িয়ে দেবে। বিশেষ করে শিক্ষার্থী, গবেষক, ডেভেলপার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি হতে পারে এক বিপ্লবী সহায়ক।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বুধবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, ‘জিপিটি-৫ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার (AGI) পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এমন এক কল্পিত পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা অর্জন সম্ভব হবে।’ 

তিনি আরও যোগ করেন, ‘জিপিটি-৪ ব্যবহার করলে মনে হতো আপনি একজন কলেজ শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন। কিন্তু জিপিটি-৫ ব্যবহার করে প্রথমবারের মতো মনে হবে আপনি যেকোনো বিষয়ে একজন বিশেষজ্ঞের এমনকি পিএইচডি স্তরের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।’

চ্যাটজিপিটির ভেতরে যুক্ত হওয়ার পাশাপাশি, নতুন এই মডেলটি ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে যারা নিজস্ব টুলস ও সেবা তৈরি করেন, তাদের জন্যও উন্মুক্ত থাকবে। অর্থাৎ, শুধু চ্যাটবট অভিজ্ঞতাই নয়, জিপিটি-৫ হতে পারে ডেভেলপার ও ব্যবসার জন্যও নতুন সম্ভাবনার দ্বার। তথ্যসূত্র: সিএনএন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence