ইংরেজিতে দক্ষতা বাড়াতে জেনে নিন চ্যাটজিপিটির ১০টি দারুণ ব্যবহার

ইংরেজি শেখার ক্ষেত্রে দারুণ কাজে লাগতে পারে চ্যাটজিপিটি
ইংরেজি শেখার ক্ষেত্রে দারুণ কাজে লাগতে পারে চ্যাটজিপিটি  © সংগৃহীত

স্কুল-কলেজে প্রায় ১২ বছর ইংরেজি শেখার পরও অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে ইংরেজি নিয়ে ভয়, জড়তা বা অস্বস্তি রয়ে যায়। কেন? মূল কারণ চর্চার অভাব। আমরা ইংরেজিকে একটি জীবন্ত ভাষা হিসেবে না দেখে বরং ‘পরীক্ষার বিষয়’ হিসেবেই ভাবি। ফলে শিখলেও তা ব্যবহার হয় না; আনন্দ নিয়ে শেখার সুযোগও তৈরি হয় না।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে এসব বাধা অতিক্রম করা এখন অনেক সহজ। নানা রকম ওয়েবসাইট ও অ্যাপ আমাদের ভাষাচর্চায় সহায়ক হতে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও কার্যকর টুল হলো চ্যাটজিপিটি। এটি একটি শক্তিশালী এআই ভাষা সহায়ক, যা কথা বলা, লেখা, সম্পাদনা, এমনকি শেখানোর কাজও করে।

ইংরেজি রচনা বা নিবন্ধ লেখার সময় অনেকেই দ্বিধায় পড়েন—কোন শব্দ ব্যবহার করবেন, বাক্য গঠন কেমন হবে, কিংবা লেখাটি কীভাবে প্রাসঙ্গিক ও প্রাঞ্জল করা যাবে? এসব ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল আপনার লেখা শুধরে দেবে না, বরং একটি ব্যক্তিগত পরামর্শকের মতো আপনাকে গাইড করবে। লেখাটিকে ভাষাগত ও গঠনগতভাবে আরও উন্নত করার উপায় দেখাবে। পাশাপাশি ইংরেজির দক্ষতা শেখাবে।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখন ইংরেজি শেখার সহায়ক হিসেবে ব্যবহার করছেন চ্যাটজিপিটি নামের একটি জনপ্রিয় এআই-চ্যাটবট। নিঃসন্দেহে এটি একজন সব সময়ের প্রস্তুত থাকা টিউটরের মতোই কাজ করতে পারে—তাও বিনা মূল্যে, ঝামেলাহীনভাবে। নিচে তুলে ধরা হলো চ্যাটজিপিটির মাধ্যমে ইংরেজি শেখার ১০টি দারুণ ও কার্যকর উপায়।

১. ব্যাকরণ চর্চা ও ভুল ধরিয়ে দেওয়া
আপনার লেখা কোনো ইংরেজি বাক্য, অনুচ্ছেদ কিংবা ইমেল চ্যাটজিপিটিকে দিলে সে তা শুধরে দিয়ে সঠিক রূপটি দেখাবে। পাশাপাশি ব্যাখ্যাও দেবে—কেন ভুলটা ভুল, আর সঠিকটা কীভাবে গঠন করতে হয়।

২. নতুন শব্দ শেখা ও অর্থ ব্যাখ্যা
অজানা কোনো ইংরেজি শব্দ টাইপ করে তার অর্থ, ব্যবহার, বাক্যে প্রয়োগ ও সমার্থক-বিপরীত শব্দ জানতে পারবেন। আপনি চাইলে শব্দটি বাংলা অর্থসহও জানতে পারবেন, চাইলে ইংরেজি-ইংরেজি অভিধান অনুযায়ীও।

৩. বক্তৃতা ও রচনার অনুশীলন
যেকোনো বিষয় দিয়ে চ্যাটজিপিটিকে বলুন একটি সংক্ষিপ্ত বক্তৃতা বা রচনা লিখে দিতে। আপনি চাইলে নিজের লেখাটিও পাঠিয়ে দিতে পারেন, যাতে সেটি সম্পাদনা করে আরও ভালো করে দেয়।

৪.কথোপকথন অনুশীলন
চ্যাটজিপিটির সঙ্গে ইংরেজিতে কথা বলার অনুশীলন করতে পারেন। ধরুন আপনি রেস্টুরেন্টে খাবার অর্ডার করছেন বা বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন—সে সেই পরিস্থিতির মতো আপনাকে ইংরেজিতে রেসপন্স দেবে, এবং প্রয়োজনে সংশোধনও করবে।

৫. Tense ও Sentence Structure শেখা
চ্যাটজিপিটি থেকে আপনি Present Perfect কিংবা Past Continuous—যেকোনো Tense সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারবেন। চাইলেই পাবেন উদাহরণসহ ব্যাখ্যা, এবং নিজের বানানো বাক্য যাচাই করে দেখতে পারবেন সেগুলো সঠিক কি না।

৬. Creative Writing শেখা
ইংরেজিতে গল্প, কবিতা, ব্লগ বা সংলাপ লেখার চর্চা করতে চাইলে চ্যাটজিপিটি হয়ে উঠতে পারে আপনার সৃজনশীল সহকারী। গল্পের শুরুটা দিয়ে বলুন—সে আপনাকে সাহায্য করবে বাকি অংশ গুছিয়ে নিতে।

৭. Reading Practice ও অনুবাদ
আপনি ইংরেজি ছোটগল্প, অনুচ্ছেদ, বা পত্রিকা নিবন্ধ দিয়ে তার বাংলা অনুবাদ চাইতে পারেন। উল্টোটা চাইলেও দেবে। এতে অনুবাদের পাশাপাশি আপনার পাঠ-অনুধাবন ক্ষমতা বাড়বে।

৮. শব্দভাণ্ডার সমৃদ্ধ করা
চ্যাটজিপিটিকে বলুন—Give me 10 advanced English words with meanings and example sentences—সে আপনাকে রোজকার ব্যবহারের জন্য নতুন শব্দ ও বাক্য শেখাবে। চাইলে বিষয়ভিত্তিক শব্দও দিতে পারে, যেমন—travel vocabulary, academic words, ইত্যাদি।

৯. Spoken English & Pronunciation অনুশীলন
যদিও চ্যাটজিপিটি সরাসরি কথা বলতে পারে না, তবে আপনি চাইলে ইংরেজি বাক্য দিয়ে জানতে পারেন—কীভাবে তা উচ্চারণ হয়। এমনকি IPA (phonetic) সিস্টেম বা ইউটিউব লিঙ্কের মাধ্যমেও উচ্চারণ শেখার পরামর্শ দেবে।

১০. আপনার শেখার গতিকে নির্দিষ্ট ছকে আনতে সহায়তা
চ্যাটজিপিটি আপনার জন্য ইংরেজি শেখার একটি দৈনিক রুটিন বানিয়ে দিতে পারে—আপনার সময়, দক্ষতা ও প্রয়োজন অনুযায়ী। একে নিজের প্রাইভেট কোচের মতো ব্যবহার করলে ইংরেজি শেখার পথে শৃঙ্খলাও তৈরি হয়।

ইংরেজি শেখার জন্য আর শুধু বই, কোচিং বা ইউটিউব ভিডিওর ওপর নির্ভর করার দিন শেষ। এখন চাইলে আপনি ২৪ ঘণ্টার একজন টিউটর, সম্পাদনাকারী, থিসিস গাইড, এমনকি কথোপকথনের পার্টনার পেয়ে যেতে পারেন আপনার হাতের মুঠোয়—চ্যাটজিপিটি নামের চ্যাটবটটিতে। তবে মনে রাখতে হবে, এটি একটি সহায়ক প্রযুক্তি মাত্র। এর পুরো সুবিধা নিতে হলে নিজের আগ্রহ, অনুশীলন আর ধারাবাহিকতাই হবে সবচেয়ে বড় মূলধন।

 


সর্বশেষ সংবাদ