ইউটিউবে কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর

কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবে নতুন ফিচার আসছে 
কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবে নতুন ফিচার আসছে   © সংগৃহীত

ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। একটি এমন একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে, আপলোড করতে, মন্তব্য করতে ও শেয়ার করতে পারেন। কনটেন্ট ক্রিয়েটররা এ প্ল্যাটফর্মে ভিডিও শেয়ারিং-এর মাধ্যমে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। তাদের জন্য ইউটিউবে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে।

এর মধ্যে একটি মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার। এ নতুন ফিচারটির মূল উদ্দেশ্য হলো ভাষার সীমাবদ্ধতা দূর করে ভিডিওকে বিশ্বের প্রতিটি দর্শকের কাছে পৌঁছানো। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা একই ভিডিওতে বিভিন্ন ভাষার অডিও ট্র্যাক সংযুক্ত করতে পারবেন।

আগে ডাবিং ও অনুবাদের জন্য থার্ড পার্টি পরিষেবার ওপর নির্ভর করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। ইউটিউবের এই নতুন সমন্বিত টুল সেই প্রক্রিয়াকে সহজ ও সাশ্রয়ী করে তুলবে। শর্টস ব্যবহারকারীদের জন্য ইউটিউব এনেছিল এআই ভিডিও জেনারেটর ‘ভিও থ্রি’, যা সাধারণ টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের ভিডিও বানাতে সক্ষম।

এর বিশেষ সংস্করণ ‘ভিও থ্রি ফাস্ট’ ফিচার এখন শর্টসে পাওয়া যাবে। ফলে ব্যবহারকারী সহজভাবে শুধু টেক্সট প্রম্পট দিয়ে শূন্য থেকে ভিডিও বানাতে পারবেন। ইউটিউব লাইভ প্ল্যাটফর্মেও অনেক পরিবর্তন এসেছে। চাইলেএখন লাইভে ছোট ছোট গেম খেলার আয়োজনও করা যাবে। এতে দর্শকদের সঙ্গে আরও বেশি সময় ধরে যুক্ত থাকা যাবে।

আরও পড়ুন: পৃথিবীর গভীরেই ছায়াপথের সর্পিল বাহুর ‘নমুনা’, স্ফটিক রহস্য উদ্ঘাটনের দাবি বিজ্ঞানীদের

কনটেন্ট ক্রিয়েটররাও এখন আগের তুলনায় অধিক উপায়ে আয় করতে পারবেন। ‘ইউটিউব শপিং’-এর মাধ্যমে তাঁরা তাঁদের ভিডিওতে পণ্যের ট্যাগ ব্যবহার করেও টাকা আয় করতে পারবেন। এতে তাদের আলাদাভাবে বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না। ভিডিও চলাকালে কোন পণ্যের কথা বলা অথবা দেখানো হচ্ছে, সেটি এআই নিজেই শনাক্ত করবে।

সেই মুহূর্তে পণ্যের ট্যাগ দেখা যাবে। ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে ইউটিউবে ভিডিও নির্মাতাদের জন্য এসকল নতুন ফিচার চালু করার কথা জানানো হয়। 


সর্বশেষ সংবাদ