প্রধান শিক্ষকের ৬ষ্ঠ ও সহকারীর ৭ম গ্রেডসহ এমপিওভুক্ত শিক্ষকদের ৫ দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ৬ষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষককে ৭ম গ্রেডসহ পাঁচ দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এ দাবি-দাওয়াসহ আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জোটের জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন।
আবেদনপত্রটি আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন দেলোয়ার হোসেন আজিজী। তিনি লিখেছেন, ‘প্রধান শিক্ষককে ৬ষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষককে ৭ম গ্রেড প্রদানসহ যৌক্তিক দাবি-দাওয়াগুলো আজকের মিটিংয়ের আগেই আবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।’
শিক্ষা উপদেষ্টা বরাবর দেওয়া চিঠিতে এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে যে বৈষম্য ও অস্পষ্টতা রয়েছে, সেগুলো সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে। দাবিগুলো হলো- প্রশাসনিক পদসমূহে যেমন- অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহপ্রধান শিক্ষক, সহসুপার পদসমূহের জন্য নির্দিষ্ট বছরের অভিজ্ঞতার পর উচ্চতর গ্রেড দেওয়া।
আরও পড়ুন: স্কুল-কলেজ এমপিওভুক্তির শর্ত শিথিল হচ্ছে, বিলুপ্ত হচ্ছে জ্যেষ্ঠ প্রভাষক পদ
বিদ্যমান নীতিমালার সহ-প্রধান শিক্ষক সহ-সুপারদের বেতন কোড ও সিনিয়র শিক্ষকদের বেতন কোড একই হওয়ায় প্রশাসনিক কাজে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে তাসহ প্রধান, সহসুপারদের ৭ম এবং প্রধান শিক্ষক ও সুপারদের ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করতে হবে।
এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষকদের শুরু থেকেই ১০ম গ্রেড প্রদান; সহকারী শিক্ষকদের (লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান) সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতিতে অর্ন্তভূক্ত করা এবং এমপিওভুক্ত ইনডেক্সধারী সব শিক্ষক-কর্মচারির বদলি চালু করা।
চিঠিতে শিক্ষকদের পক্ষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক মো. মাইন উদ্দিন এবং সদস্য সচিব মো. দেলাওয়ার হোসেন আজিজী আবেদনপত্রে স্বাক্ষর করেছেন।