শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়তে পারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি কিংবা ইনডেক্স বাতিল আবেদনের নিষ্পত্তির সময়সীমা বাড়ানো হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সার্ভার দীর্ঘদিন অচল থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
রবিবার (২ নভেম্বর) মাউশির ইএমআইএস সেলের একটি সূত্র জানায়, অনেক শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির আবেদন উপজেলা ও জেলা শিক্ষা অফিসে আটকে রয়েছে। আবার কিছু আবেদন মাউশির আঞ্চলিক কার্যালয়ে রয়েছে। সার্ভার অচল থাকায় এসব আবেদন মাউশির কেন্দ্রীয় সার্ভারে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় আবেদন নিষ্পত্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, ‘এমপিও আবেদন নিষ্পত্তির জন্য আলাদা করে কয়েকদিন সময় দেওয়া হতে পারে। ইএমআইএস সেলের কর্মকর্তারা ইতোমধ্যে বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা সময় বাড়ানোর বিষয়ে আশাবাদী।’
নিষ্পত্তির জন্য কতদিন সময় দেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা অন্তত সাতদিন সময় দেওয়ার প্রস্তাব করেছি। ইএমআইএস সার্ভার অনেকদিন ধরেই বন্ধ থাকায় এই অতিরিক্ত সময় প্রয়োজন। মাউশির শীর্ষ কর্মকর্তারাও বিষয়টিতে ইতিবাচক।’
জানা গেছে, সম্প্রতি ইএমআইএস সেলের সার্ভার হঠাৎ বিকল হয়ে যায়। পরে সেলের প্রোগ্রামাররা সেটি উদ্ধার করেন। তবে সার্ভারে কোনো ত্রুটি বা ক্ষতি রয়েছে কি না, তা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা চালাচ্ছে। এই যাচাইকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই সার্ভারটি সম্পূর্ণ সচল হবে বলে জানা গেছে।