এইচএসসির সময় মা’র মৃত্যু, জিপিএ-৫ না থেকেও মনিরের ঢাবিতে চান্স টপার হয়ে

২৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০২:১০ PM
মনির উদ্দীন

মনির উদ্দীন © টিডিসি ফটো

কক্সবাজারের চকরিয়ার এক প্রত্যন্ত গ্রাম। সেখান থেকেই শুরু স্বপ্নের পথচলা। প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় এলাকার এক বড় ভাইয়ের মুখে প্রথম শুনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। তখন থেকেই মনের ভেতর ভেসে উঠত এক কল্পনার ক্যাম্পাস। গ্রামাঞ্চলে থেকেও যদি কোনোভাবে ঢাবিতে পড়া যায়! সেই স্বপ্নই ধীরে ধীরে হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এবারের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩১তম স্থান অর্জন করেছেন মনির উদ্দীন।

মনির উদ্দীন পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট। পরিবার শুরু থেকেই পড়াশোনার ব্যাপারে তাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। বিশেষ করে মা—যার মমতা, ভালোবাসা আর দোয়ার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মনির বলেন, মা হিসেবে আমার কাছে তার কৃতিত্ব কখনো শেষ হবে না। 

গ্রামের প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল পেরিয়ে ইউনিয়ন পর্যায়ের একটি কলেজে ভর্তি হন তিনি। এসএসসি পরীক্ষার পর ঢাবির বড় ভাইদের ক্যাম্পাসভিত্তিক ভিডিও দেখে তার স্বপ্ন আরও দৃঢ় হয়। তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিয়ে গাইডলাইন নিতে শুরু করেন এক বড় ভাইয়ের কাছ থেকে। এইচএসসির পড়াশোনার পাশাপাশি চলতে থাকে ভর্তি পরীক্ষার প্রস্তুতিও।

তবে পথটা মসৃণ ছিল না। পারিবারিক নানা কারণে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া হয়নি; এমনকি ফলাফল নেমে আসে জিপিএ ৪-এর নিচে। সেই অভিজ্ঞতা থেকেই এইচএসসিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার সিদ্ধান্ত নেন মনির উদ্দীন। লক্ষ্য ছিল যেভাবেই হোক জিপিএ ৫ পাবেন।

যারা ঢাবিতে পড়ার স্বপ্ন দেখে, তারা কলেজ থেকেই ধীরে ধীরে প্রস্তুতি নেবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাছাই করে ধারাবাহিকভাবে পড়বে। বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করবে। আর সবকিছুতেই ভরসা রাখবে সৃষ্টিকর্তার ওপরমনির উদ্দীন, শিক্ষার্থী ঢাবি।

ঠিক সেই সময়ই নেমে আসে জীবনের সবচেয়ে বড় ধাক্কা। এইচএসসি পরীক্ষার ঠিক আগমুহূর্তে তার মায়ের ক্যানসার ধরা পড়ে। যিনি সারাজীবন আগলে রেখেছেন, সেই মা তখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। পরীক্ষা চলাকালীনই মায়ের মৃত্যু হয়।  তিনি বলেন, ভেবেছিলাম এবারও জিপিএ ৫ পাওয়া হবে না। মানসিকভাবে ভেঙে পড়লেও মায়ের দোয়ার কথা মনে করে আবার নিজেকে সামলে নিই।

পরিবারের ভাই-বোন, বাবা সবার মানসিক সমর্থনে এবং আল্লাহর ওপর ভরসা রেখে পরীক্ষা দেন তিনি। ফলাফল আসে জিপিএ ৪.৯২। প্রত্যাশার চেয়ে কম হলেও হতাশ হননি। বরং সিদ্ধান্ত নেন, ভর্তি পরীক্ষায় নিজেকে প্রমাণ করবেন।

এরপর ভর্তি প্রস্তুতির জন্য ফার্মগেটে কোচিংয়ে ভর্তি হন। এখানেও বড় ভাইদের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। যেহেতু এইচএসসি থেকেই ঢাবির বেশির ভাগ পড়া শেষ করেছিলেন, তাই কোচিংয়ে খুব একটা বেগ পেতে হয়নি। নিয়মিত মডেল টেস্টে ভালো ফল তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: ইটভাটা থেকে ৭ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন মাসুম বিল্লাহ

মনির বলেন, ভর্তি পরীক্ষার সময় যখনই হতাশা ভর করত, তখন পরিবারের মুখের দিকে তাকিয়ে নতুন করে সাহস পেতাম। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে আগে সহজ প্রশ্নগুলো উত্তর করেছি। পরীক্ষার হলে আমি সবচেয়ে বেশি স্মরণ করেছি আমার সৃষ্টিকর্তাকে।

অপেক্ষার পর আসে সেই কাঙ্ক্ষিত ফলাফল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (খ ইউনিট) ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩১তম স্থান অর্জন করেন মনির উদ্দীন। ফলাফল দেখে বাবা ও ভাইদের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন তিনি।

এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার সুযোগ পাচ্ছেন মনির উদ্দীন যা তার পরিবারেরও দীর্ঘদিনের স্বপ্ন ছিল। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন। তার এলাকায় তিনিই প্রথম, যিনি এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

ভর্তিচ্ছুদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা ঢাবিতে পড়ার স্বপ্ন দেখে, তারা কলেজ থেকেই ধীরে ধীরে প্রস্তুতি নেবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাছাই করে ধারাবাহিকভাবে পড়বে। বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করবে। আর সবকিছুতেই ভরসা রাখবে সৃষ্টিকর্তার ওপর।

ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের চিন্তাভাবনা-অবদান গুরুত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাবিতে প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক আন্তর্জ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিকাশ নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬