হামিমের নেতৃত্বে ঢাবিতে ছাত্রদলের ধানের শীষের প্রচারণা মিছিল

২৩ জানুয়ারি ২০২৬, ১১:২২ AM
ঢাবিতে ছাত্রদলের প্রচারণা মিছিল

ঢাবিতে ছাত্রদলের প্রচারণা মিছিল © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে প্রচারণা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শ্যাডো থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকসুতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন ডাকসু–২০২৫ নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী এবং কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম।

মিছিল শেষে সমাবেশে তানভীর বারী হামিম বলেন, ‘একটি দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলমান রেখেছে। কেননা, তাদের পরিকল্পনা নেই। আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরার মাধ‍্যমে জনগণের কাছে জায়গা করে নিব। আমরা আমাদের বিরুদ্ধে ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের জবাব ফ‍্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেড় বছরে দেড় কোটি কর্মসংস্থান এর বাস্তবায়নযোগ‍্য কর্ম পরিকল্পনার মাধ‍্যমে দিবো।’ এ সময় নেতাকর্মীদের হাতে হাতে ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানসংবলিত হাতে লেখা ব্যানার ও ধানের শীষের ছবি দেখা যায় এবং মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সহ-ক্রীড়া সম্পাদক সাদমান সাকিব মাহির, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রদল আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছাত্রদল আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, কবি সুফিয়া কামাল হল ছাত্রদল আহ্বায়ক তাওহীদা সুলতানা এবং শহীদুল্লাহ হল ছাত্রদল সদস্য সচিব জুনায়েদ আবরারসহ লীরা, মেধা ও বিভিন্ন হলের শিক্ষার্থীবৃন্দ।

এবার রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক, মেহনতি মানুষের মধ্য থেকেই …
  • ২৩ জানুয়ারি ২০২৬
পুলিশকে কোপানোর ঘটনায় অভিযুক্ত সেই লিয়নকে গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বর্ণের দামে আবারও বড় লাফ
  • ২৩ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬