ঢাকা কলেজ ছাত্রদল © সংগৃহীত
সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ২ জন যুগ্ম আহ্বায়ক ও ১৩ জন সদস্যসহ মোট ১৫ জনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের ৩ জন সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনাসমূহ অনুমোদন করেছেন। অব্যাহতিপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক ইয়ামিন রহমান ও হান্নান মিয়া। সদস্যরা হলেন বুলবুল আহমেদ, হাসিব চৌধুরী, রাতিকুল ইসলাম, আরিফুল বাবু, শাওন খন্দকার, সাজ্জিদ হোসেন, রাশিকুল ইসলাম সাহিল, মঞ্জুরুল ইসলাম সুজন, সজীব মিয়া, মোহাম্মদ রিয়াদ আহাম্মেদ, মাসুদ রানা অনিক, তনয় শরীফ ও আশরাফুল ইসলাম অশ্রু।
পৃথক বিজ্ঞপ্তিতে কলেজ শাখার সদস্য কাজী সালমান রহমান, রানা মো. সোহেল ও মিরাজ হোসেনকে শোকজ করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার কারণে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
অব্যাহতির বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, ‘আমাদের সাংগঠনের কিছু ক্রাইটেরিয়া আছে, সাংগঠনিক কিছু কর্ম আছে, কাজ আছে এগুলা বাস্তবায়ন যে করে সে সংগঠনের কর্মী হয়। তবে আমারদের এই কমিটিতে অন্তর্ভুক্ত অনেকেই দীর্ঘদিন যাবত অনুপস্থিত। তাদেরকে বারবার বলার পরও সংগঠনের সাথে কোন যোগাযোগ ছিল না। তারা ধারাবাহিকভাবে ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রামগুলোতে অনুপস্থিত ছিলো।’
তিনি আরও উল্লেখ করেন যে, যারা সক্রিয়ভাবে ক্যাম্পাসে কাজ করছে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। যারা পুরোপুরি নিষ্ক্রিয় তাদের কারণে সংগঠন সমস্যায় পড়তে পারে বিধায় সাময়িকভাবে পদ স্থগিত করা হয়েছে। তবে পিয়াল হাসান যোগ করেন, ‘তারা যদি আবার ধারাবাহিক কার্যক্রমে সক্রিয় হয় এবং সংগঠনের রুলস মেনে চলে তাহলে আমরা তাদেরকে আবার সংগঠনের নেব’।