‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ইসি ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত, ভিপি প্রার্থীসহ ছাত্রদলের ৩৩ নেতাকে শোকজ

২০ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:২১ PM
জাবি ও ছাত্রদল লোগো

জাবি ও ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

তিন দফা দাবিতে নির্বাচন কমিশনের কার্যালয় (ইসি) ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ভিপি প্রার্থীসহ (জাকসু নির্বাচন) বিভিন্ন হলের ৩৩ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। ‎সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোকজ জানানো হয় ।

এতে বলা হয়, ১৮ ও ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে দলের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে যে, হল পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও উল্লিখিত নেতারা কোনো প্রকার পূর্ব অবহিতকরণ বা অনুমতি ছাড়াই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন।

‘‘নেতাদের এ ধরনের দায়িত্বহীন আচরণ শুধু দলীয় শৃঙ্খলার পরিপন্থী নয়, বরং একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে প্রত্যাশিত ন্যূনতম সাংগঠনিক দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের অনুপস্থিতি দলীয় কর্মসূচির প্রতি অবহেলা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’

‎এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে নেতাদের অনুপস্থিতির সুস্পষ্ট ও যুক্তিসংগত কারণ লিখিতভাবে আগামী ২ কার্যদিবসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর ও সহ-দপ্তর সম্পাদকের নিকট ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে ।

‎কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তদের মধ্যে মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের সভাপতি ও ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী, সিনিয়র সহ-সভাপতি আরশাদ হাবিব বিশাল, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ। ‎আফম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর রহমান ভূঁইয়া শোভন, সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোহাম্মদ। ‎শেরে বাংলা একে ফজলুল হক হলের সভাপতি সাইফ বিন মাহাবুব, সিনিয়র সহ-সভাপতি  আব্দুল্লাহ আল রোমান, সাংগঠনিক সম্পাদক ইমন মোল্লা।

নোটিশ প্রাপ্তদের মধ্যে আরও রয়েছে-‎বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সিনিয়র সহ-সভাপতি আকাশ মিয়া, সাধারণ সম্পাদক তানভীর হাসান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ইমন, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ, সহ-সভাপতি এ এম রাফিদ উল্লাহ (রাফিদ), যুগ্ম সাধারণ সম্পাদক ইরতিজা আলম হাসিন শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হিরণ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাকিব। আল বেরুনী হল শাখা ছাত্রদলের ‎সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহ সাফায়েত, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব রায় প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহদী আল জুলফা হোসেন। শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জীবেশ পান্ডে, সাংগঠনিক সম্পাদক তানজিম। শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবিদ হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান শুভ। নবাব সলিমুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজিজ।

সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের সুপারিশ জমা আজ, যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন সরকা…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইন্টার মিলানকে হারাল আর্সেনাল
  • ২১ জানুয়ারি ২০২৬
ফেসবুক লাইভে এসে ছাত্রদল কর্মীর ‘আত্মহত্যা’, দায়ী করলেন কাদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9