ঢাবির জিয়া হলে জিয়া কর্নার উদ্বোধন © টিডিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘জিয়া কর্নার’ উদ্বোধন করেছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদল। হলের শিক্ষার্থীদের মাঝে শহীদ জিয়ার জীবন, কর্ম ও আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের গেস্টরুমে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হুসাইন, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের উপস্থিতিতে এ কর্নার উদ্বোধন করা হয়।
ছাত্রদলের নেতারা বলছেন, বাংলাদেশের সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণা এবং রণাঙ্গনে তার বীরত্বপূর্ণ ভূমিকা তাকে ইতিহাসে অমর করে রেখেছে। স্বাধীনতার পর রাষ্ট্রপতি হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থান ঘটান এবং আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তারা আরও বলছেন, বিগত ফ্যাসিস্ট আমলে এই স্বাধীন রাষ্ট্রের স্থপতি শহীদ জিয়াউর রহমান সম্পর্কে ধারণা কিংবা দেশ নিয়ে তার গৃহীত পরিকল্পনাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। ফলে একটি প্রজন্ম তার জীবন ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এ প্রেক্ষাপটে জুলাই আন্দোলন–পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, আদর্শ, দেশপ্রেম, রাজনৈতিক দর্শন— বাংলাদেশি জাতীয়তাবাদ— উন্নয়নমূলক কর্মপরিকল্পনা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রদর্শনের উদ্দেশ্যেই ‘জিয়া কর্নার’ স্থাপন করা হয়েছে বলে জানায় ছাত্রদল।
এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক রিজভী আলমসহ হলের সাবেক ও বর্তমান হলের নেতৃবৃন্দ।