ছাত্রদলের উদ্যোগে ফ্রি ডেন্টাল চেকআপ কর্মসূচিতে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থী © টিডিসি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল চেকআপ কর্মসূচি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের দন্তস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত এই উদ্যোগে বিপুল সাড়া মিলেছে।
আজ (২০ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষার্থীরা উন্মুক্তভাবে এই সেবা গ্রহণ করেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা বলেন, ‘আজকের এই উদ্যোগ প্রশংসনীয়। আমর দন্ত নিয়ে আরো সচেতন হতে পারব। আশা করি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো এভাবে সব সময় আমাদের পাশে থাকবে, এটা আমাদের প্রত্যাশা।’
চিকিৎসক বসির উদ্দীন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মধ্যে আশানুরূপ সাড়া পেয়েছি। আমরা চেয়েছি, শিক্ষার্থীদের মধ্যে দন্ত সচেতনতা বাড়ানোর জন্য। এবং প্রাইমারিভাবে অনেক শিক্ষার্থীদের মধ্যে দন্ত সমস্যা পেয়েছি। এবং তাদের পরবর্তী নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি।’
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়েও সবসময় সচেতন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি ফ্রি মেডিক্যাল ও ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে স্বাস্থ্য ও দাঁতের পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবন ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। সার্বিকভাবে, এই ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক স্বস্তি বৃদ্ধি করবে এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে।’
বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আজকের আমাদের এ ব্যতিক্রম উদ্যোগ। আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়া। তার ধারাবাহিকতায় আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়ছে।’
আজকের দন্ত ক্যাম্প নিয়ে তিনি বলেন, ‘আমাদের এ ব্যতিক্রম ক্যাম্পের কারণ হচ্ছে। আজকাল আমরা দন্ত নিয়ে সচেতন নয়, কিন্তু দাঁতের সৌন্দর্যের মধ্যেই একটি সুন্দর হাঁসির ফুটে উঠে, যা আমাদের ব্যক্তিত্ব গঠনে প্রভাবিত করে। সেই জন্যই শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে আজকে আমাদের এই আয়োজন।’
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে ১১ আগস্ট ৮৫তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও সব পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। তবে এ আদেশ মানছে না কোনো ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের গোড়াই বিভিন্ন ক্যাম্প ও কর্মসূচি পালন করেই যাচ্ছেন ছাত্র সংগঠনগুলো।