সাইবার বুলিংয়ের স্ক্রিনশট © টিডিসি সম্পাদিত
পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিনটি ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার পর সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ছাত্রদলের একাধিক নারী নেত্রী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই ক্ষোভ ও অভিযোগ জানিয়েছেন তারা।
জানা যায়, ইসির সামনে দুই দিনের কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা নিজেদের আন্দোলনের ছবি ফেসবুকে পোস্ট করেন। এর পরপরই তাদের পোস্টের কমেন্ট বক্সে অশালীন ভাষা, কটূক্তি ও গালাগালির বন্যা বইতে থাকে। এসব মন্তব্যে রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ ও নারী বিদ্বেষী ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ফেসবুকে বুলিংয়ের স্ক্রিনশট শেয়ার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এশা রহমান লেখেন, শুধু ছাত্রদল করি বলে গতকাল জামাত-শিবিরের নেতা-কর্মীরা আমার পোস্টে এসে আমাকে গালাগাল করেছেন। আমি কি কোনো অপরাধ করেছিলাম? আপনাদের কি পরিবার নেই? কন্যা সন্তান নেই? কখনো ভেবে দেখেছেন, তাদেরকেও কেউ এভাবে গালি দিচ্ছে?
তিনি আরও লেখেন, আমি বেগম খালেদা জিয়ার আদর্শ ও চিন্তায় বড় হয়েছি। আজীবন সেই আদর্শ ধারণ করে যাবো। আপনারা যতই গালি দেন না কেন, রাজনীতিতে থাকার মাধ্যমে বাংলাদেশের নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়া আমি কখনো থামাব না। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। বাংলাদেশের নারীদের আপনারা রক্ষা করুন প্লিজ, আমাদের মুক্তি দিন।
একইভাবে নিজের ফেসবুক আইডিতে স্ক্রিনশট শেয়ার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস লেখেন, কমেন্টগুলো দেখেন, জামাত কি কখনো ভালো হবে না? ঠিক কতটা নিরাপদ মেয়েরা জামাত-শিবিরের কাছে। রাজনীতিতে মতের অমিল থাকতেই পারে, তাই বলে এইভাবে গালাগালি করবে? এই হলো জামাত-শিবির।
তিনি আরও লেখেন, কোনো দেশের নারীদের কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এভাবে হেনস্তা করে কিনা আমার জানা নেই। তবে বাংলাদেশের মেয়েদের হেনস্তা করছে জামাত-শিবির তার প্রমাণ এই আইডির পোস্টের কমেন্ট। আপনারা চিন্তা করুন, এই জামাতকে ভোট দিয়ে আপনার সন্তান ও পরিবারকে কতটা অনিরাপদ রাখতে চান।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেন, নির্বাচন কমিশনের সামনে দুই দিনের অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের যেসব মেয়েরা ছবি আপলোড করেছে, তাদের প্রত্যেককেই সীমাহীন আক্রমণের শিকার হতে হয়েছে। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। একটি মেয়েও বাদ যায়নি।