ছাত্রদল লোগো ও ধানের শীষ প্রতীক © সংগৃহীত ও সম্পাদিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে নিজ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নির্দেশনা দিয়েছে সংগঠনটি।
তাছাড়াও, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানিয়েছে এ সংগঠন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দেন।
বুধবার (২১ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, আগামী ১২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নিজ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করবেন। অতএব, সকল নেতৃবৃন্দকে ২২ জানুয়ারি তারিখের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নিজ সংসদীয় আসনে গিয়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে স্থানীয় ইউনিট ছাত্রদলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রচারণায় অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হলো।
এতে আরও বলায়, প্রত্যেক সংসদীয় আসনের ইউনিটসমূহের ছাত্রদল নেতৃবৃন্দকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দকে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় যথাযথ সহযোগিতা করার বিশেষ নির্দেশ প্রদান করা হলো। একইসাথে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় যেসকল নেতৃবৃন্দ বিভিন্ন আসনভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেছেন তাদেরকেও নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।