নির্বাচনী প্রচারে আজ রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান

২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ওলি দরবেশ হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার মাঝরাতে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। সে জন্য রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট গমন করবেন। 

এরপর রাতে মাজার জিয়ারত শেষে রাতযাপন করে আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসায় মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে যোগদান ও বক্তব্য দেন। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বেলা সাড়াইটায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান ও বক্তব্য শেষে বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

এরপর বিকেল ৫টায়  কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক। সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার/রূপগঞ্জ গাউসিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে যোগদান ও বক্তব্য শেষে রাত ১০টায় রাজধানী গুলশানের বাসভবনে ফিরে আসবেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, ‘নির্বাচনী প্রচার ও হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি।’

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে, প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহবান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মাধ্যমে বহুল আকাঙ্খিত নির্বাচনে যেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ।’

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচার ও বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতাদের সঙ্গে রাখবেন তারেক রহমান। সারা দেশে ছাত্রদল থেকে উঠে আসা পরীক্ষিত যেসব এবার মনোনয়নপ্রত্যাশী হয়েও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ও জোটগত কারণে তারা মনোনয়নবঞ্চিত হয়েছেন, তাদের নিয়ে নির্বাচনী প্রচার চালাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর প্রথম দফায় সিলেট সফরে তারেক রহমান  তার সঙ্গে নিচ্ছেন মনোনয়নবঞ্চিত ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা মামুন হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কয়েকজন নেতা।

এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরেজম…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানসহ ৬ বিষয় নিয়ে এনটিআরসিএর সভা শুরু
  • ২১ জানুয়ারি ২০২৬
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে…
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলনকে শুভেচ্ছা জানালে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9