২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান

২১ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

প্রয়াত বেগম খালেদা পৈতৃক জেলা ফেনীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি (রবিবার) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এসব তথ্য নিশ্চিত করেন। 

দলীয় সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি তারেক রহমান ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে এসে জনসভায় যোগ দেবেন। দুপুর ৩টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি বক্তব্য দেবেন। এ জনসভা ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেন,  বেগম জিয়ার জেলার মাটিতে বিএনপির শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে। এমন সমাবেশ হবে যেন সবাই ধানের শীষে ভোট দেয়। প্রত্যেক অঙ্গ সংগঠন স্লোগানের মাধ্যমে ফেনীকে উত্তাল করবে। এই জনসভার মাধ্যমেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনী খেলা শুরু হবে এবং সেদিনই অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনে দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, এই জনসভার ওপর অনেক কিছু নির্ভর করছে। ফেনীসহ আশপাশের কয়েকটি জেলার নির্বাচনী কার্যক্রমও এই সফরের মাধ্যমে গতি পাবে। জনসভা যেন জনসমুদ্রে রূপ নেয়, সেভাবেই সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু বলেন, তারেক রহমান বীরের মতো দেশে ফিরে দেশের মানুষের মন জয় করেছেন। ফেনীর জনসভায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ১৩টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে বরণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে। তবে আওয়ামী লীগ মাঠে নেই-এমন ভাবনা থেকে আত্মতুষ্টিতে ভোগা যাবে না, সকলকে সতর্ক থাকতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সমাবেশে শৃঙ্খলা বজায় রাখাই হবে আমাদের প্রথম দায়িত্ব। কোন ইউনিট কোথায় অবস্থান করবে, জেলা বিএনপি তা নির্ধারণ করবে। নির্দেশনা অনুযায়ী সকলে প্রস্তুতি নেবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে তা বাস্তবায়ন করতে হবে।

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের রূপালী কমিউনিটি সেন্টারে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে।

গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9