মায়ের দোয়া মাহফিলে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের

২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ PM
ইমামকে চেয়ার টেনে দিচ্ছেন তারেক রহমান

ইমামকে চেয়ার টেনে দিচ্ছেন তারেক রহমান © ভিডিও থেকে সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কড়াইলবাসীর পক্ষ থেকে মহাখালীর টিএন্ডটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মায়ের জন্য আয়োজিত দোয়া মাহফিলে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাথে নিয়ে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কড়াইলবাসীর এই আয়োজনে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।

মহাখালীর কড়াইলে আয়োজিত দোয়া ও মোনাজাত করার আগ মুহুর্তে অনুষ্ঠান মঞ্চে এক ভিন্ন দৃশ্য দেখা যায়। সাধারণত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা আলেমরা একপাশে বসেন। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মোনাজাত পরিচালনা করেন মঞ্চে সবার সামনে বসে। পেছনের দিকে স্ত্রীসহ তারেক রহমান ও দলের নেতারা বসে মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শুরু হবে তখন হঠাৎ তারেক রহমান মঞ্চের ডান দিকে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। এক পর্যায়ে মঞ্চে থাকা নেতাদের ইমাম সাহেবকে নিজের (তারেক রহমান) সামনে নিয়ে আসার জন্য বলেন। নিজে উঠে পাশের ফাঁকা চেয়ার তুলে মঞ্চের ঠিক সামনে রাখেন তারেক রহমান। পরে মোনাজাত পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা ইব্রাহিমের সঙ্গে সালাম বিনিময় শেষে চেয়ারে বসার অনুরোধ করেন। ইমাম সাহেব সবার সামনে সেই চেয়ারে বসেই বক্তব্য রাখার পর দোয়া করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে অনেকেই এমনভাবে আলেমকে সম্মান জানানোর বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে এজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা -১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। 

বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমানের উপস্থিত হওয়ার আগে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।
তারেক রহমান-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কড়াইল বস্তি, মহাখালীও এই আসনের অন্তর্ভূক্ত।

জামায়াত-এনসিপির কেউই ছাড়ছে না, কী হবে আসনটির?
  • ২০ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নি…
  • ২০ জানুয়ারি ২০২৬
লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম পূর…
  • ২০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িতে ‘অবরুদ্ধ’ জামায়াত প্রার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9