ঝিনাইদহ-৪ আসনে বিদ্রোহী প্রার্থী হওয়া সাইফুল ইসলাম ফিরোজ ‘কাপ-পিরিচ’ প্রতীক পেয়েছেন © ফাইল ছবি
বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঝিনাইদহ-৪ আসনে বিদ্রোহী প্রার্থী হওয়া সাইফুল ইসলাম ফিরোজ ‘কাপ-পিরিচ’ প্রতীক পেয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান। তিনি ফেসবুক পোস্টে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম ফিরোজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে আমার নির্বাচনী প্রতিক কাপ-পিরিচ।’ আসনটিতে প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া মুহাম্মদ রাশেদ খাঁন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
আরও পড়ুন: ইসি ব্যবস্থা না নিলে ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করবে জামায়াত
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে সাইফুল ইসলাম ফিরোজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।