বাংলাদেশ জামায়াতে ইসলামী © ফাইল ছবি
নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা না নিলে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী এখনও পক্ষপাতমূলক আচরণ হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হব।’
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাঁড়িপল্লা প্রতীক বরাদ্দ পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচনে গণভোটের মাধ্যমে সংস্কারের আইনি ভিত্তি হবে। সবাইকে আহবান জানাচ্ছি, নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশের পক্ষে আমরা এগিয়ে যাই।’
আরও পড়ুন: বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে আহবান জানাই, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী নির্বাচন যাতে সুন্দর এবং সুষ্ঠু হয় এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নিরাপত্তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।’
নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ প্রসঙ্গে জামায়াতের এ নেতা বলেন, ‘পুরোপুরি অসত্য তথ্য। আমরা নির্বাচনের আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছি। আচরণবিধিসহ সব বিধিবিধান মেনে চলতে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। জামায়াতে ইসলামীকে বিব্রত করার জন্য অপচেষ্টা চলছে। জনগণ ব্যালটে এর দাঁতভাঙা জবাব দেবে।’