ডা. তাসনিম জারা © টিডিসি সম্পাদিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্দের চিঠিটি ডা. তাসনিম জারার হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, ‘ফুটবল’ আমার পছন্দের প্রতীক ছিল এবং আমি এটি পাওয়ার জন্যই আবেদন করেছি। কমিশন আবেদনটি মঞ্জুর করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার বিপরীতে আরও ১১ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আজ থেকেই ওই আসনে তার আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হতে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন এবং আপিল শুনানিতে জয়ী হয়ে প্রার্থিতা ফিরে পান। এরপরই তার নির্বাচনে অংশ নেওয়ার পথে সব বাধা দূর হয়।