সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন © টিডিসি
শহীদ ওসমান হাদি, দীপু দাস, আয়েশাসহ জুলাই গণহত্যায় জড়িতদের বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক লিখিতভাবে দাবিগুলো জানায়।
সংগঠনটির দাবিগুলো হলো জুলাই গণহত্যায় জড়িত এবং ওসমান হাদি, দীপু দাস, আয়েশাসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে; শিক্ষা খাতে জিডিপির ৬ ভাগ বা বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করা; অবিলম্বে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকেবি) অধ্যাদেশ জারি করা; জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরম ফিলাপ এবং ইনকোর্স পরীক্ষার বর্ধিত ফি বাতিল করা; পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত করা; বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ১০% কর প্রত্যাহার করা; সকল স্কুল ও কলেজে লাইব্রেরি, খেলাধুলার মাঠ এবং সৃজনশীল কার্যক্রম বৃদ্ধি করা; শিক্ষার বেসরকারীকরণ-বাণিজ্যিকীকরণ-সংকোচন এবং সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা; ধর্ষণ, নারী নিপীড়ন ও টিজিংয়ের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।