এসএসসিতে ৩.৩৮ পেয়েছিলেন, আল-আমিন এখন বিসিএস ক্যাডার

১০ জুলাই ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৬:৫৮ PM
শাকিল আল-আমিন

শাকিল আল-আমিন © টিডিসি সম্পাদিত

আজ বৃহস্পতিবার সারাদেশে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির হার আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। অনেক শিক্ষার্থী খুব কাছে গিয়েও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, ফলে হতাশা কাজ করছে অনেকের মধ্যেই। তবে, জিপিএ-৫ না পেলেও জীবনে সফল হওয়া সম্ভব—এমনই এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ হয়ে উঠেছেন বিসিএস ক্যাডার শাকিল আল-আমিন।

২০০৬ সালে এসএসসিতে জিপিএ ৩.৩৮ অর্জন করেন শাকিল। যদিও এ ফলাফলটি অনেকের কাছে হতাশাজনক মনে হতে পারে। তবে সেসময় তার গ্রামে এই ফলাফলই ছিল সেরা। পরিবারের আর্থিক সংকটের মধ্যেও তিনি থেমে যাননি। আত্মীয়ের এনজিওতে চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বেছে নেন উচ্চশিক্ষার পথ।

ইন্টারমিডিয়েটে ভর্তি হন নেত্রকোণা সরকারি কলেজে। থাকার জায়গার অভাবে লজিং বাড়িতে উঠেন এবং বিনিময়ে শুরু করেন ছাত্র পড়ানো। হারিকেনের আলোয় রাত জেগে পড়াশোনা চালিয়ে যান। বাবা একটি ছোট গরু বিক্রি করে তাকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে পাঠান। তারপরই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন তিনি তার লক্ষ্যপানে।

এইচএসসিতে তিনি জিপিএ ৪.১০ অর্জন করেন। এ ফলাফলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেন তিনি। ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে চান্স পেয়েছেন। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বেন তাই ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে নিজের চেষ্টায় কঠোর পরিশ্রম করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৩৬তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষা ক্যাডার পদে। বর্তমানে তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: ‘ফলাফল নয়, দক্ষতাই আসল—জিপিএ ৫ না পেলেও পাবেন স্কলারশিপ’

দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিল আল-আমিন তার এই সাফল্যের গল্প তুলে ধরেন।

তিনি বলেন, ‘এসএসসিতে ৩.৩৮ পাওয়ার পর আমি কখনোই আপসেট হইনি। আমার বন্ধুদের ৫০ শতাংশই A কিংবা A+ পাওয়া। হারিকেনের নিভু নিভু আলোয় ভোর ৪টায় উঠে পড়তে শুরু করলাম দ্বাদশ শ্রেণিতে উঠে। আমি নিশ্চিন্ত ছিলাম—তিনবেলা ভাত, একটু মাথা গুজার ঠাঁই আর হারিকেনের কেরোসিন পাচ্ছি। এই সাপোর্ট ছিলো আমার জন্য তীব্র অনুপ্রেরণাদায়ক।’

তিনি আরও বলেন, ‘কলেজের স্যার ও সহপাঠীদের মুখে শুনতাম ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথায় কুট কুট করত পাবলিক ভার্সিটিতে পড়ার বায়না। তখন বুঝেছি স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাকে ঘুমাতে দেয় না।’ নিজের অধ্যবসায়ের কথা জানিয়ে আল-আমিন বলেন, ‘দৈনিক অন্তত ১২-১৪ ঘণ্টা পড়তাম। লজিং বাড়ির লোকজন বলতো, তুমি অসুস্থ হয়ে যাবা। আমি বাড়ি যাওয়া বন্ধ করলাম। শেষ পর্যন্ত এইচএসসিতে ৪.১০ পেলাম। তখনই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ মিললো।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে শাকিল বলেন, ‘আমার পাশে মহাত্রাণকর্তা হিসেবে দাঁড়ালেন আমার বাবা। একটা ছোট গরু বিক্রি করে পাঠালেন ময়মনসিংহে। ভর্তি কোচিং ও থাকা-খাওয়ার দুশ্চিন্তা দূরে ঠেলে শুধু পড়াশোনায় মন দিলাম। আমি ছোটবেলায় ডাক্তার লুৎফর রহমানের বই পড়ে জেনেছিলাম, পরিশ্রম দিয়ে মানুষ তার যেকোনো স্বপ্ন জয় করতে পারে। আমি বড় হয়ে মনে প্রাণে বিশ্বাস করতে শিখি, ‘পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় করে না।’

শাকিল আরও বলেন, ‘থমাস কার্লাইল বলেছিলেন, সব অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। আমি মনে করি, মানুষ তার স্বপ্ন ও চেষ্টার সমান বড়ো। তাই হতাশ না হয়ে নিজেকে আবিষ্কার করো। নিজের শক্তিকে মানসিক দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখো না। ঘুরে দাঁড়াও।’

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9