এসএসসি শেষে মুক্তির স্বাদ: তরুণদের ভ্রমণমুখী ছুটির খোঁজে

১৩ মে ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দীর্ঘদিনের পড়ালেখা, রাতজাগা প্রস্তুতি আর পরীক্ষার চাপের পর এসএসসি শেষ হওয়া মানেই যেন এক দীর্ঘ শ্বাস ছেড়ে বাঁচার নাম। পরীক্ষার পর হালকা হওয়া মনে যেন জন্ম নেয় ‘মুক্তির স্বাদ’। আর সেই মুক্তি খুঁজে পেতে বাংলাদেশের অধিকাংশ কিশোর-কিশোরীর প্রথম ভাবনায় আসে—একটা ভ্রমণ!

এসএসসি পরবর্তী সময়কে শুধু ছুটি হিসেবে না দেখে অনেকে এখন এটিকে নতুন অভিজ্ঞতার সুযোগ হিসেবেও দেখছেন। এ সময়টিতে তরুণদের মানসিক চাপ কমানো, প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি, নতুন সংস্কৃতি দেখা ও আত্ম-আবিষ্কারের এক অনন্য সময় হয়ে উঠছে।

ভ্রমণ কেন গুরুত্বপূর্ণ এই সময়ে?

শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা বলেন, একটি দীর্ঘ পরীক্ষা শেষে মানসিক পুনর্গঠন দরকার হয়। ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মতে, এসএসসি পরীক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনে প্রথম বড় একাডেমিক বাঁক। এরপরের শূন্যতা ও দিকহীনতাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে সেটি পরবর্তী জীবনের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। ভ্রমণ সেই ইতিবাচক প্রক্রিয়াগুলোর একটি।

বাংলাদেশের ভিতরে জনপ্রিয় ভ্রমণ স্থান

এ সময়টিতে ছাত্রদের জন্য উপযুক্ত ভ্রমণ গন্তব্য হতে পারে স্বল্প বাজেট, নিরাপদ এবং অ্যাকটিভিটি-সমৃদ্ধ জায়গাগুলো। নিচে কিছু উল্লেখযোগ্য গন্তব্য তুলে ধরা হলো:

১. সাজেক ভ্যালি (রাঙামাটি)

মেঘে ঢাকা পাহাড়ি ভ্যালি, দূরদৃষ্টিতে সবুজ বন, স্থানীয় আদিবাসী সংস্কৃতি ও স্নিগ্ধ প্রকৃতি—সবকিছু মিলিয়ে সাজেক এখন এসএসসি-পরবর্তী ভ্রমণের অন্যতম পছন্দ।

২. কক্সবাজার ও ইনানী

সমুদ্রের গর্জন, বালির মাঠ আর সূর্যাস্ত দেখতে দেখতে ক্লান্ত মন কিছুটা হালকা হয়ে আসে। অনেকে পরিবার নিয়েও এখানে ভ্রমণে যান।

৩. সেন্ট মার্টিন

জীবনে একবার হলেও ‘নীল জলরাশির দ্বীপে’ যাওয়ার স্বপ্ন থাকে অনেকের। এখন যাতায়াত তুলনামূলক সহজ এবং হোটেল খরচও নিয়ন্ত্রণে থাকায় সেন্ট মার্টিন হয়ে উঠছে ক্রমবর্ধমান জনপ্রিয়।

৪. সিলেট (জাফলং, বিছানাকান্দি, রাতারগুল)

পাথর, ঝরনা, পাহাড়, ঝিরিপথ আর নৌকা—সব মিলিয়ে সিলেট যেন প্রাকৃতিক এক উপন্যাস। বন্ধুদের নিয়ে এক রাত-দুই দিনের সফরে এটি এক আদর্শ গন্তব্য।

৫. কুয়াকাটা

বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। পরিবারসহ ভ্রমণের জন্য এটি একটি আদর্শ গন্তব্য।

তরুণদের মধ্যে ঘোরার প্রবণতা বাড়ছে কেন?

বর্তমান তরুণরা আগের চেয়ে অনেক বেশি মুক্তমনস্ক, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞতা-কেন্দ্রিক জীবনযাপনকে গুরুত্ব দেয়। এসএসসি পরীক্ষার পর কিছুটা ‘নিজের জন্য সময়’ খোঁজার চেষ্টা থেকেই ঘোরার প্রবণতা বাড়ছে। অনেকে বলে, আমরা এতদিন শুধু পড়েছি, এখন একটু চোখে পৃথিবী দেখতে চাই। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্লগ ও ভ্রমণভিত্তিক কনটেন্ট তরুণদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

বন্ধুবান্ধবের সঙ্গে না পরিবার—কার সঙ্গে ঘোরার আগ্রহ বেশি?

বেশিরভাগ তরুণ প্রথমে বন্ধুদের সঙ্গে প্ল্যান করে, কিন্তু বাস্তবতায় পরিবারের সঙ্গেই ঘোরার প্রবণতা বেশি দেখা যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পরিবারই সবচেয়ে নিরাপদ সঙ্গী। তবে বড় শহরের শিক্ষার্থীরা এখন অনেক বেশি স্বাধীনভাবে ছোট গ্রুপে গিয়ে রাতযাপন করতেও আগ্রহী হয়ে উঠছে।

বাজেট ও নিরাপত্তা: দুটি বড় বিবেচ্য বিষয়

এসএসসি পরীক্ষার পরে যারা ভ্রমণ পরিকল্পনা করে, তাদের বেশিরভাগই নির্দিষ্ট বাজেটের মধ্যে থাকতে চায়। সাধারণত ৩,০০০-৮,০০০ টাকার মধ্যেই ছোট একটি ট্রিপ শেষ করা যায়। তবে নিরাপত্তা, বিশেষ করে নাইট স্টে ও ট্রান্সপোর্টেশন নিয়ে চিন্তিত থাকেন অভিভাবকেরা। এজন্য ট্রাভেল গাইড বা গ্রুপ ট্যুর প্ল্যানারের সঙ্গে কথা বলা যেতে পারে।

বিশেষ পরামর্শ

• নিজের শারীরিক ও মানসিক নিরাপত্তা আগে বিবেচনা করুন
• ভ্রমণের আগে গন্তব্য সম্পর্কে ভালোভাবে জেনে নিন
• আবহাওয়ার অবস্থা ও রুট প্ল্যান নিশ্চিত করুন
• সামাজিক দায়বদ্ধতা বজায় রাখুন—প্রকৃতি ও পরিবেশ দূষণ নয়
• অভিভাবকদের অনুমতি নেওয়া অবশ্যই জরুরি

এসএসসি পরীক্ষার পরে এই ভ্রমণগুলো শুধু আনন্দদায়ক অভিজ্ঞতা নয়—এগুলো আত্মউন্নয়নেরও অংশ। নতুন জায়গা দেখা, ভিন্ন সংস্কৃতি বোঝা এবং নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করাই হতে পারে এই সফরের মূল সাফল্য। শুধু সময় কাটানো নয়, বরং সময়কে অর্থবহ করে তোলার মধ্যেই লুকিয়ে আছে এক নতুন ভবিষ্যতের সূত্র।

হবিগঞ্জে সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি, ডিস্ট্রি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবার মিরপুরের উইকেটের সমালোচনা আমের জামালের
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
সাইফের দুঃখ প্রকাশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9