১১ নম্বর দুইবার, ২৬ নম্বর অনুপস্থিত © সম্পাদিত
চলতি বছরের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল পাওয়ার অভিযোগ তুলেছে পরীক্ষার্থীরা। বহুনির্বাচনি অংশে ১১ নম্বর প্রশ্নটি দুইবার এসেছে, অথচ ২৬ নম্বর প্রশ্নটি ছিল না।
আজ মঙ্গলবার (১৩ মে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই ভুলে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে খাতা মূল্যায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, প্রশ্নের সিরিয়াল বিভ্রাটের কারণে খাতা মূল্যায়নে সমস্যা দেখা দিতে পারে। অটোমেটিক বা সফটওয়্যার-ভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ বিভিন্ন শিক্ষার্থী ভিন্নভাবে উত্তর দিয়েছেন।
প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ১১ নম্বর প্রশ্ন দুইবার থাকার পর সিরিয়াল অনুযায়ী প্রশ্ন রয়েছে ২৫ নম্বর পর্যন্ত। এরপর ২৬ নম্বর প্রশ্ন অনুপস্থিত থেকে সরাসরি ২৭ নম্বর প্রশ্ন থেকে শুরু হয়ে ৩০ নম্বর পর্যন্ত গিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ জানান, ‘প্রশ্নপত্র তৈরির পর আমরা তা জিডি প্রেস এ পাঠাই। সেখান থেকেই প্রশ্নপত্র ছাপিয়ে সরবরাহ করা হয়। ফলে এ ধরনের ছাপার ভুল আমাদের হাতে ছিল না।’
তিনি আরও বলেন, ‘ভুলটি দেখার পরই আমি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি এবং জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে কেন্দ্রসমূহে বার্তা পাঠানো হয়েছে— শিক্ষার্থীরা যেন প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর দেয়। কোনো শিক্ষার্থী এ ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এতে তাদের কোনো দোষ নেই।’
এ বিষয়ে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় এর উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।