এসএসসিতে ফেল করলেও ভর্তির সুযোগ চান পরীক্ষার্থীরা, কর্মসূচি ঘোষণা

১২ মে ২০২৫, ০২:৫২ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ফটো

এসএসসি পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তি সুযোগ পেতে আন্দোলনের ডাক দিয়েছেন ২০২৫ সালের পরীক্ষার্থীদের একাংশ। দুই দাবিতে আগামী ১৭ মে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবেন বলে জানিয়েছেন তারা। কর্মসূচি ঘোষণা করে গণমাধ্যমে বার্তাও পাঠিয়েছেন তারা।

ঢাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. রাব্বি আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কমপক্ষে তিন বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হোক। পাশাপাশি সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাসসহ সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা হোক।’

তিনি বলেন, ‘রাজধানীর ৩০ থেকে ৩৫টি স্কুল, ঢাকার আশপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এ সমাবেশে অংশগ্রহণ করবেন। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এক বা দুই বিষয়ে কারণবশত পরীক্ষা দিতে পারেন না। এতে তারা পরীক্ষায় অকৃতকার্য হন।’

আরও পড়ুন: শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বিশেষ বিসিএস আসছে, পদের সংখ্যা কতটি

তিনি আরও বলেন, ‘পরীক্ষায় ফেল করার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। এতে অনেক শিক্ষার্থী আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আমরা চাই কোনো শিক্ষার্থী এমন পথ যেন আর বেছে না নেয়। আবার অনেকে অসুস্থতা বা অন্যান্য সমস্যার কারণে পরীক্ষায় পাস করতে পারে না।’

বিষয়টি বিবেচেনায় নিয়ে সরকার যেন পদক্ষেপ নেয়, তাই কর্মসূচির ডাক দিয়েছেন বলে জানিয়েছেন রাব্বি। তাদের দাবিগুলো হলো- সিকিউ ও এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া এবং সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬