এসএম ফরহাদ ও সাদিক কায়েম © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদ থেকে বিদায় নিয়েছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ। বিদায়বেলায় বন্ধুকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডাকসুর ভিপি ও ঢাবি শিবিরের আরেক সাবেক সভাপতি সাদিক কায়েম। বলছেন, যেকোনো পরিস্থিতিতে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলাই ফরহাদের বৈশিষ্ট্য।
আজ সোমবার (৫ জানুয়ারি) কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন কথা লিখেছেন সাদিক কায়েম। তিনি বর্তমানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাদিক কায়েম লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্যবিদায়ী সভাপতি এসএম ফরহাদ। আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার নেতা। কৈশোরের শুরু থেকেই আমাদের পথচলা একসাথে। সময়ের প্রবাহে সম্পর্ক যেখানে ক্ষয়ে যায়, সেখানে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে, আরও বিশ্বাসী হয়েছে। তার বুদ্ধির প্রখরতা, যুক্তির দৃপ্ততা, বক্তব্যের স্বচ্ছতা ও নেতৃত্বের পরিণত রূপ, এসবের বিকাশ আমি খুব কাছ থেকে দেখেছি, প্রত্যক্ষ করেছি।’
আরও পড়ুন: ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক
তিনি লিখেছেন, ‘সংকট ও ক্রান্তিকালের মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে দিকনির্দেশনা দিতে তার সুপরিকল্পিত চিন্তা ও দায়িত্বশীল নেতৃত্ব সাবেক ও বর্তমান নেতাকর্মীদের কাছে সুস্পষ্ট। জুলাই বিপ্লবের নয় দফা প্রণয়ন ও বাস্তবায়নের নেপথ্যে যে অদৃশ্য শ্রম ও দৃশ্যমান দৃঢ়তা প্রয়োজন ছিল, তার অন্যতম প্রধান ভরকেন্দ্র ছিলেন এসএম ফরহাদ।’
লৌকিকতা-বর্জিত ব্যক্তিত্ব তাকে কখনো আত্মঅহংকারে ভাসতে দেয়নি উল্লেখ করে সাদিক কায়েম লিখেছেন, ‘আবার সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। যে কোনো পরিস্থিতিতে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস তার চরিত্রের মৌলিক বৈশিষ্ট্য। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার, পরিকল্পিত চরিত্রহনন এবং নারীদের প্রতি অশালীন আক্রমণের বিরুদ্ধে এসএম ফরহাদের কণ্ঠস্বর ছিল স্পষ্ট, শক্ত ও নির্ভীক।’
এসএম ফরহাদের জন্য দোয়া প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ এসএম ফরহাদকে জুলাই বিপ্লব ও আধিপত্যবাদবিরোধী শহীদানের আকাঙ্ক্ষা ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার তাওফিক দান করুন। তার বুদ্ধিমত্তা আরও দীপ্ত হোক, আরও শক্তিশালী হোক তার দুই হাত। ফরহাদ যেন মানুষের নিরাপত্তা, ন্যায় ও শান্তির কারণ হন। তার ভালোবাসা ও প্রজ্ঞায় গড়া নেতৃত্ব আমাদের জন্য কল্যাণের উৎস হোক, মহান রবের দরবারে এই দুআ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।’