শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনিরুল, সম্পাদক জাকারিয়া

০৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৫০ PM
বাম থেকে মনিরুল ইসলাম ও জাকারিয়া ইসলাম বাবু

বাম থেকে মনিরুল ইসলাম ও জাকারিয়া ইসলাম বাবু © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ছাত্রশিবিরের ২০২৬ সেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম এবং সেক্রেটারি হিসাবে মনোনীত হয়েছেন জাকারিয়া ইসলাম বাবু।

শনিবার (৩রা জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড পেইজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জাকারিয়া ইসলাম বাবু একই সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা ছাত্রশিবির সভাপতি নেয়ামুল হাসান নাইম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি সর্বাধিক ভোটপ্রাপ্ত মনিরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে জাকারিয়া ইসলাম বাবুকে মনোনীত করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, মনিরুল ইসলাম ২০২৫ সেশনে ববি শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং জাকারিয়া ইসলাম বাবু দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব শেষ করেছেন। জাকারিয়া ইসলাম বাবু একই সাথে ফোকাসের বরিশাল শাখার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির 
  • ০৮ জানুয়ারি ২০২৬
শক্তিশালী বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যুর ঘটনায় যা বলছে পুলিশ
  • ০৮ জানুয়ারি ২০২৬
ইসলামী ছাত্র শিবিরের পঞ্চম জয়: একটি ট্র্যাডিশনের জন্ম
  • ০৮ জানুয়ারি ২০২৬
আর্থিক সহযোগিতা চাইলেন আমজনতার তারেক
  • ০৮ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিমান কেনা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের কী আলোচনা হয়েছে?
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের
  • ০৮ জানুয়ারি ২০২৬