সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের নতুন সভাপতি রফিকুল, সেক্রেটারি ফাহিম

০৫ জানুয়ারি ২০২৬, ১২:১০ PM
মো. রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান ফাহিম

মো. রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান ফাহিম © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সব সাথির প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হয়েছেন জিয়াউর রহমান ফাহিম।

রবিবার (৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই সেটআপ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেটআপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। এ সময় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ছাত্রশিবির শুধু একটি সংগঠনের নাম না, এটি একটি আদর্শ ও আমানত। সংগঠনের প্রতিটি কাজ, মাইক লাগানো থেকে শুরু করে ব্যানার টানানো সবই ইবাদতের অংশ, যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়।

তিনি আরও বলেন, শৃঙ্খলা ছাত্রশিবিরের পরিচয়, সময়ানুবর্তিতা এর সৌন্দর্য এবং ভ্রাতৃত্ব এর শক্তি। কাজের ক্ষেত্রে রূঢ়তা, অহংকার কিংবা দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কাজ ছোট মনে হয়, সেটিই আল্লাহর কাছে বড় হতে পারে। তাই আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করাই একজন শিবির কর্মীর প্রকৃত পরিচয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান এবং অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেটআপ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছা…
  • ৩১ জানুয়ারি ২০২৬