জাকসুর জিএস মাজহারুল ইসলাম © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম বলেছেন, মিডিয়ায় থাকা ফ্যাসিবাদের দোসররা বিপ্লবীদের ভিলেন বানাচ্ছে ও বিচার বাস্তবায়নের প্রয়াসে আওয়ামী সন্ত্রাসীদের সরল ভিক্টিম হিসেবে তুলে ধরছে। রবিবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন।
ফেসবুকে জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, ৫ আগস্টের বাস্তবতায় গুলির মুখে আমাদের কি গোলাপ নিয়ে যাওয়া উচিত ছিলো? ছাত্র জনতা যা করেছে সবই আত্মরক্ষার অংশ হিসেবে করেছে, এই আত্মরক্ষার বিপরীতে নিয়মতান্ত্রিকতার সুশীলতা দেখিয়ে অপরাধ আড়ালের হীন চেষ্টা উদ্দেশ্যমূলক।
আওয়ামী স্বৈরাচার সরকার ও তাদের গুন্ডাবাহিনী জুলাইতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেখানে পায় সেখানেই হত্যা করে, খুনের উদ্দেশ্যে গুলি করে। মুক্তিকামী ছাত্র-জনতা শূন্য হাতে বুকভরা সাহস নিয়ে তাদের প্রতিহত করে। যুদ্ধে শত্রুর ক্যাম্প ধ্বংস করা অপরাধ না, বরং গর্বের বিষয়।
তিনি আরও বলেন, সদিচ্ছার ঘাটতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এর সুযোগ নিয়ে পরাজিতদের দোসররা প্রতিশোধ নিচ্ছে। ফ্যাসিবাদী মিডিয়া বিপ্লবীদের ভিলেন বানাচ্ছে ও বিচার বাস্তবায়নের প্রয়াসে আওয়ামী সন্ত্রাসীদের সরল ভিক্টিম হিসেবে তুলে ধরছে।
আওয়ামীলীগ নরমালাইজেশনের প্রতিটা ক্ষুদ্র পদক্ষেপ এদেশের ছাত্র-জনতা মার্ক করে রাখছে। কেউ যদি ভেবে থাকে এভাবে এদেশে সে উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে, তারা সময়ের আবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হতে বাধ্য হবে।