জাকসু জিএস মাজহার
‘জাবিতে জুলাইয়ে হামলাকারী শিক্ষক-কর্মকর্তাদের বিচার না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার ভবনে তালা ঝুলবে’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিষ্পত্তির আগ পর্যন্ত আজ থেকে তালা ঝুলবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘আজ ওসমান হাদি, কাল অন্য কেউ? জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচার নিষ্পত্তির আগ পর্যন্ত আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (প্রশাসনিক) ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলবে।’