বললেন জাকসু জিএস

ক্যাম্পাসে ‘ভিক্টিমহুড পলিটিক্স’ উস্কে দেওয়ার পায়তারা শিক্ষার্থীরা হতে দেবে না

জাকসুর জিএস মাজহারুল ইসলাম
জাকসুর জিএস মাজহারুল ইসলাম  © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্যকে অ্যাকাডেমিক পরিবেশের স্থিতিশীলতার মুখোমুখি করার কোনো প্রকার চক্রান্ত মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম। আজ সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন তিনি।

মাজহারুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘রাত ১০টার পর ক্যাম্পাসে কনসার্ট, উচ্চশব্দে অনুষ্ঠান আয়োজন শেষ করা এবং সাউন্ডবক্সের মাত্রা সীমিত করে দেয়ার পদক্ষেপ অনেকের কাছে ষড়যন্ত্রের মতো লেগেছিল। যেখানে আমরা এটিকে গ্রহণ করেছিলাম শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পরিবেশের সুস্থতা নিশ্চিতের স্টেপ হিসেবে, সেখানে এমন প্রোপাগান্ডা ছড়ানোর ব্যাপার ছিল উদ্দেশ্যমূলক।’

তিনি বলেন, ‘আমাদের প্রশাসনও এসব বিষয়ে এক কদম সাহস করে এগিয়ে গেলে গ্যাসলাইটিংয়ের ভয়ে দুই কদম পিছিয়ে যান। যারা এসব শিক্ষার্থীবান্ধব পদক্ষেপকে ষড়যন্ত্রের মতো দেখেন, তারাই আজ ক্যাম্পাসে বাউলের অধিকারের পক্ষে সাংস্কৃতিক আয়োজনের নামে চরম অরাজকতা করছেন।’

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনে শিক্ষকরা

ক্যাম্পাসে ‘ভিক্টিমহুড পলিটিক্স’ উস্কে দেওয়ার পায়তারা শিক্ষার্থীরা বাস্তবায়ন হতে দেবে না উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, ‘আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি অ্যাকাডেমিক পরিবেশের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ কঠোর হতে হবে। ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্যকে অ্যাকাডেমিক পরিবেশের স্থিতিশীলতার মুখোমুখি করার কোনো প্রকার চক্রান্ত মেনে নেয়া হবে না।’


সর্বশেষ সংবাদ